পার্বত্য চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্তের দাবি করে দেওয়া বক্তব্যের ভিডিওটি বাংলাদেশের নয় 

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলশিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জুম্ম ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে ‘বাংলাদেশের নাগরিক হয়েও আন্দোলন করতেছে চট্টগ্রামকে ভারতের অঙ্গরাজ্য বানাতে। এদেরকে দ্রুত আইনের আওতায় এনে দেশদ্রোহীতার অভিযোগে বিচার করা হোক। সেই সাথে ঢাকা থেকে বাম সংগঠনের কিছু নেতাকে গ্রেফতার করে রিমান্ডে দেওয়া হোক। তাহলেই পাহাড় শান্ত হয়ে যাবে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটিতে একজন ব্যক্তি বিক্ষোভ সমাবেশের ব্যানারে দাঁড়িয়ে তার বক্তব্যে বলছেন, ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। তিন নম্বর যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না সেখানে সেনাশাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে। না হলে এই আন্দোলন আমাদের জারি থাকবে। আর সেখানে আমরা আমাদের ভাইবোন, আমাদের জাতি ভাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি, দীঘিনালা, পানছুড়ি, পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই-বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই… থেকে আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমর আপনাদের পিছনে আছি। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

অনলাইন ভিত্তিক গণমাধ্যম বার্তা বাজারের ফেসবুক পেজ থেকেও উক্ত ভিডিওটি প্রচার করা হয়েছে। দেখুন- এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করতে ড. ইউনূসের প্রতি এক ব্যক্তির আহ্বান জানানোর ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি গত বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের পাহাড়ের অস্থিরতা নিয়ে ভারতের ত্রিপুরায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দেওয়া এক বক্তব্যের।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসেও উক্ত ভিডিওটি বাংলাদেশের দাবিতে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। 

আরও পড়ুন

spot_img