খাগড়াছড়িতে পাহাড়ি জনগোষ্ঠী কর্তৃক বিজিবি ক্যাম্পে অগ্নিসংযোগের দাবিতে নেপালের ভিডিও প্রচার

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলশিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জুম্ম ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এসময় স্থানীয় দোকানপাটসহ বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে, গত ২৮ সেপ্টেম্বর সংঘর্ষ চলাকালীন পাহাড়ি জনগোষ্ঠীরা বিজিবি ক্যাম্পে হামলা চালিয়ে অগ্নি সংযোগ ও অস্ত্র লুটপাট করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে প্রচার করা হয়েছে। 

ফেসুবকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশের খাগড়াছড়িতে পাহাড়ি জনগোষ্ঠী কর্তৃক বিজিবি ক্যাম্পে অগ্নিসংযোগের নয়। প্রকৃতপক্ষে, এটি নেপালের জেন-জি আন্দোলনের সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের বাড়িতে আন্দোলনকারীদের আগুন দেওয়ার ভিডিও।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে, কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গত ১৩ সেপ্টেম্বর ‘Singer Ramashankar Ray’ নামের একটি ফেসবুক পেজে একই ভিডিও প্রচারিত হতে দেখা যায়। অর্থাৎ, ভিডিওটির অস্তিত্ব খাগড়াছড়িতে চলমান সংকট শুরু হওয়ার আগে থেকেই ইন্টারনেটে ছিল। 

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটির শিরোনামে থাকা হ্যাশট্যাগ থেকে জানা যায়, এটি সাম্প্রতিক সময়ে নেপালে হওয়া জেন-জি আন্দোলনের সময়কার ঘটনা। উক্ত পোস্টের পাশাপাশি aka_avinas ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে ‍উল্লেখ করা হয়, এটি নেপারের দূর্নীতিগ্রস্ত নেতার বাড়িতে আগুন দেওয়া ভিডিও। পাশাপাশি ভিডিওতে ‘Chitwan prachanda ko ghar’ শীর্ষক একটি টেক্সট দেখতে পাওয়া যায়। 

Screenshot: Instagram

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি নেপালের জেন-জি আন্দোলনের সময় চিতওয়ানে অবস্থিত বেশকিছু সরকারি স্থাপনার পাশাপাশি রাজনৈতিক নেতাদের বাসভবনে হামলা করা হয়। সেসময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের চিতওয়ানের বাড়িতেও আগুন দেওয়ায়। আলোচিত ভিডিওটি পুষ্প কমল দাহালের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা। দাহাল ‘প্রচণ্ড’ নামে অধিক পরিচিত বলেও জানা যায়। 

সেসময় পুষ্প কমল দাহালের চিতওয়ানের বাড়িতে আগুন দেওয়ার আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে দেখা যায়, আন্দোলনকারীরা বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি আগুনে গ্যাসের সিলিন্ডারও দেন। যার কারণে ভিডিওতে দেখতে পাওয়া বিস্ফোরণটি ঘটে।

সুতরাং, নেপালের জেন-জি আন্দোলনের ভিডিওকে খাগড়াছড়িতে পাহাড়ি জনগোষ্ঠীদের বিজিবি ক্যাম্পে আগুন দেওয়া ও অস্ত্র লুটপাট করার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img