ফরিদপুরে আ.লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে পুরোনো মিছিলের ভিডিও প্রচার

গত ১৭ সেপ্টেম্বর, ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রায় আট হাজার বার দেখা হয়েছে। এছাড়া ভিডিওটি ৪৪বার শেয়ার করা হয়েছে এবং ভিডিওতে ১১৬০টি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ফরিদপুরে আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিলের নয় বরং এটি ২০২২ সালের পুরোনো ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে যমুনা টিভির লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে “বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যর প্রতিবাদে ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল” শীর্ষক শিরোনামে ২০২২ সালের ১১ নভেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner 

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২২ সালের ১১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন দেশব্যাপী বিএনপি-জামায়তের আগুন সন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার পরিবেশ সৃষ্টির প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলীপুর শেখ রাসেল স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি বের কয়ে ইমামউদ্দিন স্কয়ার, মুজিব সড়ক দিয়ে গিয়ে ব্রাহ্মসমাজ সড়কে গিয়ে শেষ হয়। 

সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমও সংবাদ (,,,)  প্রচার করে।

অর্থাৎ, সম্প্রতি ফরিদপুরে আওয়ামী লীগের মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২২ সালের। 

সুতরাং, ২০২২ সালে ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দৃশ্যকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img