সম্প্রতি, ‘Some Hindu minorities are guarding a Durga Temple at night. Radicals regularly attack and vandalise Hindu temples and Murtis in Bangladesh.’ অর্থাৎ ‘বাংলাদেশে কিছু হিন্দু সংখ্যালঘু রাতে একটি দুর্গা মন্দির পাহারা দিচ্ছে। চরমপন্থীরা নিয়মিত হিন্দু মন্দির ও মূর্তি আক্রমণ ও ভাঙচুর করে।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মন্দির পাহারা দেওয়ার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি গত বছরের আগস্ট মাসে কেরানীগঞ্জের বাঘৈর নগরের সার্বজনীন দুর্গা মন্দিরে পাহারা দেওয়ার পুরোনো ভিডিও।
অনুসন্ধানে দীপু পাল নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে গত বছরের ১২ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

দীপু পাল ক্যাপশনে দাবি করেন উক্ত ভিডিওটি কেরানীগঞ্জ মন্দির পাহারা দেওয়ার।
একই অ্যাকাউন্ট থেকে গত বছরের ০৮ আগস্ট কয়েকটি ছবি যুক্ত করে প্রচারিত একটি পোস্টে দীপু পাল বলেন, আমাদের মন্দির আমাদেরই রক্ষা করতে হবে সবাই মন্দির পাহারা দিবেন।
এরপর উক্ত পোস্টগুলো থেকে প্রাপ্ত তথ্য ধরে জিও লোকেশনে কেরানীগঞ্জে অবস্থিত এই মন্দিরটি খুঁজে বের করে রিউমর স্ক্যানার টিম। জিও লোকেশনে দেখা যায়, উক্ত মন্দিরটি কেরানীগঞ্জের বাঘৈর নগরের অবস্থিতি সার্বজনীন দুর্গা মন্দির।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, গত বছরের আগস্ট মাসে কেরানীগঞ্জের একটি মন্দিরে পাহারা দেওয়ার দৃশ্যকে সম্প্রতি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।