সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশয় থাকলেও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও ইতোমধ্যে দলীয় মনোনয়নের জন্য তৎপরতা শুরু করেছেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি “এইমাত্র পাওয়া খবর বিএনপি’র যারা মনোনয়ন পেলেন” শিরোনামে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।
এই প্রতিবেদনটি প্রকাশ অবধি টিকটকে ভিডিওটি প্রায় ২ লক্ষ ৫৪ হাজার বার দেখা হয়েছে এবং ৩৮৫ বার শেয়ার করা হয়েছে। পাশাপাশি, ভিডিওটিতে প্রায় ৩ হাজার ৪’শত সংখ্যক প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির মনোয়ন সংক্রান্ত আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ৬ বছর পুরোনো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোনো ওই ভিডিও ইন্টারনেটে ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে উক্ত ভিডিওটিতে বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম মাছরাঙা টেলিভিশনের নাম ও লোগো দেখতে পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে মাছরাঙা টিভির ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৬ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ১ মিনিট ৩৪ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, সে সময়ে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে একাধিক আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকেও তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
অর্থাৎ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাথে এই ভিডিওটির কোনো সম্পর্ক নেই।
এছাড়া, সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচন ঘিরে আসন ভিত্তিক বিএনপির প্রার্থী চূড়ান্ত হলে বা এ জাতীয় ঘোষণা হলে স্বাভাবিকভাবে দেশের মূলধারার সংবাদমাধ্যমগুলোতে ঢালাওভাবে খবর প্রচার হতো। তবে এক্ষেত্রে, দেশিয় গণমাধ্যমগুলো পর্যবেক্ষণে উক্ত দাবি সমর্থিত কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
তাছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিশিয়াল ফেসবুক পেজ এবং মিডিয়া সেল পর্যবেক্ষণেও বিএনপির প্রার্থী চূড়ান্ত কিংবা মনোনয়ন দেয়া সংক্রান্ত বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে জানানো হয়নি।
পাশাপাশি, বিএনপির মনোনয়ন সংক্রান্ত বিষয়ে বিস্তর অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৬ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উচ্চপর্যায়ের একটি সূত্রের বরাতে করা এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বিএনপি। অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চায় দলটি।
সুতরাং, ২০১৮ সালের নির্বাচন উপলক্ষে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংক্রান্ত একটি ভিডিওকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘বিএনপির মনোনয়ন সম্পন্ন হয়েছে এবং কারা কারা পেলেন’ শীর্ষক একটি বানোয়াট দাবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Maasranga News: একই আসনে বিএনপির একাধিক প্রার্থী
- Bangladesh Nationalist Party-BNP: Facebook Page
- BNP Media Cell: Facebook Page
- Prothom Alo: বিএনপির প্রার্থী বাছাই শুরু, প্রাথমিক তালিকা অক্টোবরে
- Rumor Scanner’s Analysis