গত ২৩ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান। এর আগেই, “মহাজন ইউনূসের আমেরিকায় আগমনের খুশিতে স্বাগতম জানানোর জন্য আমেরিকান আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রস্তুত ইনশাল্লাহ জয় বাংলা” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ড. ইউনূসের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিক্ষোভের নয়। বরং, এটি গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত আওয়ামী লীগের “র্যালি ফর বাংলাদেশ’’ বিক্ষোভ কর্মসূচির ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Jamal Ahmed Khan’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ১৫ সেপ্টেম্বর প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, এটি লন্ডনের ‘র্যালি ফর বাংলাদেশের’ ভিডিও।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে ‘র্যালি ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ‘দুঃশাসন, মব সন্ত্রাস, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস, খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট ও দুর্নীতির’ বিরুদ্ধে এবং সরকারের পদত্যাগের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অর্থাৎ, ভিডিওটি ড. ইউনূসের আগমন উপলক্ষে আমেরিকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের নয়।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার প্রেক্ষিতে জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা মুখোমুখি অবস্থান নেন। এ সময় বাঙালি অধ্যুষিত এলাকাটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সুতরাং, গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত আওয়ামী লীগের “র্যালি ফর বাংলাদেশ’’ কর্মসূচির ভিডিওকে আমেরিকায় ড. ইউনূসের আগমন উপলক্ষে আওয়ামী লীগের বিক্ষোভের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jamal Ahmed Khan – Facebook Live
- Prothom Alo – লন্ডনে ‘র্যালি ফর বাংলাদেশ’: ট্রাফালগার স্কয়ারে কয়েক হাজার মানুষের সমাবেশ
- Prothom Alo – প্রধান উপদেষ্টার আগমন সামনে রেখে নিউইয়র্কে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ, পাল্টাপাল্টি স্লোগান