সম্প্রতি “সারাদেশে প্রায় তিনশ পুজা মন্ডবে জামায়াতের উদ্যোগে প্রতিমা নির্মাণ” শিরোনামে মূলধারার গণমাধ্যম আজকের পত্রিকার লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সারাদেশে প্রায় তিনশ পুজা মন্ডবে জামায়াতের উদ্যোগে প্রতিমা নির্মাণ’ শিরোনামে আজকের পত্রিকা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমন কোনো উদ্যোগের তথ্যও জানা যায়নি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে গণমাধ্যমের ডিজাইন নকল করে ভুয়া ফটোকার্ড তৈরি করে এই মিথ্যা দাবি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে আজকের পত্রিকার লোগো ব্যবহৃত হয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ২৪ সেপ্টেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে।
এই তথ্যের ভিত্তিতে ওই তারিখে আজকের পত্রিকার ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো যাচাই করা হয়, তবে সেখানে উক্ত শিরোনামের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। একইভাবে, গণমাধ্যমটির ওয়েবসাইটেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য প্রকাশিত হয়নি।
ফটোকার্ডটি আরও বিশদভাবে পরীক্ষা করলে বেশ কিছু অসঙ্গতিও চোখে পড়ে। যেমন, শিরোনামে একাধিক বানান ভুল রয়েছে: ‘পূজা’ শব্দটি ভুলভাবে ‘পুজা’ এবং ‘মণ্ডপ’ শব্দটি ভুলভাবে ‘মন্ডব’ লেখা হয়েছে। এছাড়া, শিরোনামের শেষে দাঁড়ি ব্যবহৃত হয়েছে কিন্তু আজকের পত্রিকা বা অন্যান্য প্রথম সারির গণমাধ্যম সাধারণত শিরোনামে দাঁড়ি ব্যবহার করে না।

বিষয়টি নিশ্চিত করতে আজকের পত্রিকার আসল ফটোকার্ডের সঙ্গে আলোচিত ফটোকার্ডের তুলনা করা হয়। তুলনায় দেখা যায়, প্রচারিত ফটোকার্ডের ফন্ট আজকের পত্রিকার আসল ফটোকার্ডের ফন্ট থেকে আলাদা।

এ বিষয়ে আজকের পত্রিকার ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট টিমের ইনচার্জ হযরত আলী গাজী রিউমর স্ক্যানারকে জানান, “আমরা এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করিনি। আর এই ফন্টও আমাদের নয়।”
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমন কোনো উদ্যোগ নেওয়ার তথ্য দলটির ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে পাওয়া যায়নি। এছাড়া অন্য কোনো বিশ্বাসযোগ্য সূত্র বা গণমাধ্যমেও এমন তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, “সারাদেশে প্রায় তিনশ পুজা মন্ডবে জামায়াতের উদ্যোগে প্রতিমা নির্মাণ” শিরোনামে আজকের পত্রিকার নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Ajker Patrika: Facebook Page
- Bangladesh Jamaat-e-Islami: Facebook Page, Website
- Statement from Hazrat Ali Gazi, In-Charge of Digital Content Management Team, Ajker Patrika.
- Rumor Scanner’s analysis.