তাসনিম জারা ও সারজিস আলমের মন্তব্য দাবিতে বার্তা বাজার ও বাংলাদেশ টাইমসের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূসের নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া, যুক্তরাষ্ট্র থেকেই প্রতিনিধি দলে যোগ দেন জামায়াত নেতা ড. নাকিবুর রহমান। এদিকে নিউইয়র্কে পৌঁছার পর ড. ইউনূসের সফরসঙ্গী মির্জা ফখরুল – তাসনিম জারাকে গালিগালাজ ও আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করে হেনস্তা করার ঘটনা ঘটেছে। 

এরই প্রেক্ষিতে সম্প্রতি তাসনিম জারার মন্তব্য দাবিতে “ওরা আমারে খা/ন/কি/মা/গি বলে ডাকছে!” শীর্ষক শিরোনামে সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল ফেসবুক পোস্টটিতে ৩২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এছাড়াও, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের মন্তব্য দাবিতে “জারা কে শুধু গালিই দেয়নি বলেছে ডিম যায়গা মত ভ/রে দিবে! —সারজিস আলম” শীর্ষক শিরোনামে অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলাদেশ টাইমস’ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “ওরা আমারে খা/ন/কি/মা/গি বলে ডাকছে!” শীর্ষক শিরোনামে সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’ কোনো ফটোকার্ড প্রচার করেনি এবং তাসনিম জারাও সম্প্রতি এমন কোনো মন্তব্য করেননি। এছাড়া, “জারা কে শুধু গালিই দেয়নি বলেছে ডিম যায়গা মত ভ/রে দিবে! —সারজিস আলম” শীর্ষক শিরোনামে অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলাদেশ টাইমস’ কোনো ফটোকার্ড প্রচার করেনি এবং সারজিস আলমও সম্প্রতি এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ‘বার্তা বাজার’ ও ‘বাংলাদেশ টাইমস’ এর প্রচারিত ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

বার্তা বাজারের লোগো সম্বলিত ফটোকার্ড যাচাই:

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে অনলাইন সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’ এর লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২৪ সেপ্টেম্বর ২০২৫’ দেখা যায়। এরই সূত্র ধরে ‘বার্তা বাজার’ এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, ‘বার্তা বাজার’ এর ফেসবুক পেজে গত ২৪ সেপ্টেম্বরে “বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না: তাসনিম জারা” শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

Photocard Comparison by Rumor Scanner

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের লোগো, ছবি, তারিখ ও তারিখের ফন্টের মিল রয়েছে। তবে তাসনিম জারার মন্তব্য দাবিতে প্রচারিত লেখা ও লেখার ফন্টের বৈসাদৃশ্য পাওয়া যায়। ‘বার্তা বাজার’ এর উক্ত মূল ফটোকার্ডটিতে “বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না: তাসনিম জারা” শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে “ওরা আমারে খা/ন/কি/মা/গি বলে ডাকছে!” শীর্ষক বাক্য লেখা হয়েছে। 

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘বার্তা বাজার’ এর এই ফটোকার্ডটি সম্পাদনা (এডিট) করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

মূল ফটোকার্ড সম্বলিত “বার্তা বাজার” এর পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।..” উক্ত প্রতিবেদনের কোথাও তাসনিম জারার নামে প্রচারিত মন্তব্যটি খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, অনুসন্ধানে তাসনিম জারার ফেসবুক পেজ ও ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে “বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না” শীর্ষক বিষয়ে তাসনিম জারার পোস্ট পাওয়া গেলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

‘বাংলাদেশ টাইমস’ এর লোগো সম্বলিত ফটোকার্ড যাচাই:

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলাদেশ টাইমস’ এর লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২৪ সেপ্টেম্বর ২০২৫’ দেখা যায়। এরই সূত্র ধরে ‘বাংলাদেশ টাইমস’ এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, ‘বাংলাদেশ টাইমস’ এর ফেসবুক পেজে গত ২৪ সেপ্টেম্বরে “গা/লি/টা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি — সারজিস আলম” শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

Photocard Comparison by Rumor Scanner 

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের লোগো, ছবি, তারিখ ও তারিখের ফন্টের মিল রয়েছে। তবে সারজিস আলমের মন্তব্য দাবিতে প্রচারিত লেখা ও লেখার ফন্টের বৈসাদৃশ্য পাওয়া যায়। ‘বাংলাদেশ টাইমস’ এর উক্ত মূল ফটোকার্ডটিতে “গা/লি/টা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি — সারজিস আলম” শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে “জারা কে শুধু গালিই দেয়নি বলেছে ডিম যায়গা মত ভ/রে দিবে! —সারজিস আলম” শীর্ষক বাক্য লেখা হয়েছে। 

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘বাংলাদেশ টাইমস’ এর এই ফটোকার্ডটি সম্পাদনা (এডিট) করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

মূল ফটোকার্ড সম্বলিত ‘বাংলাদেশ টাইমস’ এর পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের একজন ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিয়েছে। এই গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি। যারা আগামীর বাংলাদেশে ভালোর জন্য রাজনীতি করতে চান, তাদের দিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।..” উক্ত প্রতিবেদনের কোথাও সারজিস আলমের নামে প্রচারিত মন্তব্যটি খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও, অনুসন্ধানে সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে “গা/লি/টা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি” শীর্ষক বিষয়ে সারজিস আলমের পোস্ট পাওয়া গেলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, তাসনিম জারা “ওরা আমারে খা/ন/কি/মা/গি বলে ডাকছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ‘বার্তা বাজার’ এর নামে প্রচারিত ফটোকার্ড ও সারজিস আলম “জারা কে শুধু গালিই দেয়নি বলেছে ডিম যায়গা মত ভ/রে দিবে!’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ‘বাংলাদেশ টাইমস’ এর নামে প্রচারিত ফটোকার্ড দুইটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img