জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূসের নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া, যুক্তরাষ্ট্র থেকেই প্রতিনিধি দলে যোগ দেন জামায়াত নেতা ড. নাকিবুর রহমান। এদিকে নিউইয়র্কে পৌঁছার পর ড. ইউনূসের সফরসঙ্গী মির্জা ফখরুল – তাসনিম জারাকে গালিগালাজ ও আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করে হেনস্তা করার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি দাবি প্রচার করা হয়েছে, “নিউইয়র্কে আওয়ামী লীগের প্রচুর ডিম নিক্ষেপে পুলিশ হেফাজতে ড. ইউনুস”।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘নিউইয়র্কে আওয়ামী লীগের প্রচুর ডিম নিক্ষেপে পুলিশ হেফাজতে ড. ইউনুস’ শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে এরূপ কোনো ঘটনা ঘটলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধানে ‘গরম টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ২২ সেপ্টেম্বরে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘গরম টিভি’ পেজটির অ্যাবাউট সেকশনে গিয়ে দেখা যায়, সেখানে পেজটিকে ‘Satire/Parody’ পেজ বলে উল্লেখ রয়েছে। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, নিউইয়র্কে আওয়ামী লীগের ডিম নিক্ষেপের প্রেক্ষিতে ড. ইউনূস পুলিশ হেফাজতে রয়েছেন শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Gorom TV – Facebook Post
- Rumor Scanner’s analysis