গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা। এদের মধ্যে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা অপদস্তের শিকার হন।
এই নেতাকর্মীদের অপদস্তকারী হিসেবে ‘চাঁদপুর কচুয়া উপজেলার বোরহান উদ্দিন’ নামের এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিউইয়র্কে অপদস্তকারী ব্যক্তি আর ‘বোরহান উদ্দিন’ একই ব্যক্তি নয়। প্রকৃতপক্ষে, নিউইয়র্কে অপদস্তকারী ব্যক্তির নাম আরএস শুভ ওরফে মো. বায়েজিদ। বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্যদিকে বোরহান উদ্দিনের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। তিনি বাংলাদেশেই অবস্থান করছেন।
অনুসন্ধানে প্রচারিত পোস্টগুলোতে ‘Borhan Uddin’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১০ সেপ্টেম্বর দেওয়া পোস্টের স্ক্রিনশট যুক্ত থাকতে দেখা যায়। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ‘Borhan Uddin’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১০ সেপ্টেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের সাথে আলোচিত পোস্টের হুবহু মিল রয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের অপদস্থ করা লাল টিশার্ট পরা ব্যক্তিকে পোস্টকারী বোরহান উদ্দিন দাবিতে প্রচার করা হয়েছে। তবে, বোরহান উদ্দিনের অ্যাকাউন্টে থাকা ছবির সাথে লাল টিশার্ট পরা ব্যক্তির চেহারা অমিল লক্ষ্য করা যায়।

এছাড়া, বোরহান উদ্দিন গতকাল (২৩ সেপ্টেম্বর) নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে বলেন, তার নাম বোরহান উদ্দিন। বাসা ভোলার চরফ্যাশন উপজেলায়। তিনি পেশায় একজন উন্নয়ন কর্মী। তিনি বর্তমানে বাংলাদেশেই অবস্থান করছেন।
একই তথ্যে তিনি একটি ভিডিও বার্তাও পোস্ট করেছেন নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে।
অর্থাৎ, অপদস্তকারী ব্যক্তি আর বোরহান উদ্দিন এক ব্যক্তি নন।
এরপর অপদস্তকারী ব্যক্তির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘Voice of Shovo USA – শুভ আমেরিকা’ নামক একটি ফেসবুক পেজ থেকে প্রচারিত নিউইয়র্কে আখতার হোসেন, তাসনিম জারা বিমানবন্দরে যাওয়ার পর আন্দোলন করার একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা ব্যক্তির সাথে আলোচিত ব্যক্তির চেহারা এবং পোশাকের মিল রয়েছে।

উক্ত পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন।
উক্ত পেজটির ট্রান্সপারেন্সি বিশ্লেষণ করে দেখা যায়, পেজ ২০১৮ সালে ভাইস প্রেসিডেন্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ নামে খোলা হয়। এরপর ২০২০ সালে দুইবার সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর পেজটির নাম পরিবর্তন করা হয়েছে

তারপর অনুসন্ধানে উক্ত ব্যক্তির মূল ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায়। RS Shuvo নামে তিনি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন। তবে, অ্যাকাউন্টটির ইউজার নেম হিসেবে বায়েজিদ উল্লেখ রয়েছে।
আরও অনুসন্ধানে গত বছরের ১১ ডিসেম্বর উক্ত অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত কমিউনিটির একটি ফেসবুক গ্রুপে করা একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত একটি সনদে মো. বায়েজিদ নাম উল্লেখ থাকতে দেখা যায়।

অর্থাৎ, উক্ত ব্যক্তির নাম সনদে মো. বায়েজিদ।
এছাড়া, একই গ্রুপে একই অ্যাকাউন্ট থেকে গত ১৫ আগস্ট প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে পুরোনো কিছু ছবি দেখে জানা যায়, আরএস শুভ ওরফে মো. বায়েজিদ চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা।

অর্থাৎ, অপদস্তকারী ব্যক্তির নাম আরএস শুভ ওরফে মোঃ বায়েজিদ।
সুতরাং, নিউইয়র্কে মির্জা ফখরুল, আখতার হোসেন এবং তাসনিম জারাকে অপদস্তকারী দাবিতে বাংলাদেশে অবস্থানরত বোরহান উদ্দিনের ছবি প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Borhan Uddin- Facebook Account
- Borhan Uddin- Facebook Post (1, 2, 3)
- Voice of Shovo USA – শুভ আমেরিকা- Facebook Page
- Voice of Shovo USA – শুভ আমেরিকা- Post
- RS Shuvo- Facebook Account
- RS Shuvo- Facebook Post (1, 2)