ডোনাল্ড ট্রাম্পের হাতে শেখ হাসিনার ছবি দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডোনাল্ড ট্রাম্পের হাতে শেখ হাসিনার ছবি প্রদর্শনের দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। বরং, ভিন্ন ঘটনার একটি ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।  

এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম LiveNOW from Fox এর ইউটিউব চ্যানেলে গত ২১ মার্চ ‘WATCH Trump sign order downsizing Education Department’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ১৪ মিনিট ০৭ সেকেন্ড থেকে ১৪ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, গত ২০ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে শিক্ষা বিভাগের কার্যক্রম ও কর্মী সংখ্যা কমিয়ে তার ক্ষমতা রাজ্য ও স্থানীয় পর্যায়ে ভাগ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। আলোচিত ভিডিওটি ট্রাম্পের নির্বাহী আদেশে স্বাক্ষরকালীন সময়ের। 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ১৪:০৭ থেকে ১৪:১৫ সেকেন্ড পর্যন্ত অংশে ডোনাল্ড ট্রাম্প তার স্বাক্ষরিত একটি নথি প্রদর্শন করেন। সেখানে তিনি শেখ হাসিনার কোনো ছবি প্রদর্শন করেননি।

পরবর্তীতে, একই বিষয়ে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার ওয়েবসাইটে গত ২১ মার্চে ‘Donald Trump signs executive order to ‘eliminate’ Department of Education’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটি থেকেও একই তথ্য জানা যায়। 

অর্থাৎ, মূল ভিডিওর উল্লিখিত অংশে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শেখ হাসিনার ছবি প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।  

সুতরাং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করেছে দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img