সাম্প্রতি শেখ হাসিনা নিউইয়র্কে সফর করেছেন দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, “ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন নেত্রীর জন্য সবাই দোয়া করবেন সহিসালামতে যেন আবার ফিরে আসতে পারে” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

থ্রেডে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে যাননি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম ‘TBN24’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর ‘নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১ মিনিট ১৭ সেকেন্ড অংশ থেকে ১ মিনিট ৩৫ সেকেন্ড অংশের হুবহু মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১৭ সেপ্টেম্বর (২০২৩) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৎকালীন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার নিউইয়র্ক সফরের নয়। 

এছাড়া, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার নিউইয়র্ক যাত্রার কোনো তথ্য বিশ্বাসযোগ্য সূত্র বা গণমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img