চিত্রনায়িকা শবনম বুবলীর দাবিতে ভিন্ন নারীর সম্পাদিত ছবি প্রচার

সম্প্রতি, চিত্রনায়িকা শবনম বুবলী দাবিতে কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ছবি দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো অভিনেত্রী শবনম বুবলীর নয়। বরং, ইন্টারনেট থেকে সঞ্চিতা দারাবধারা নামক এক নারীর ছবি সংগ্রহ করে সেগুলোতে প্রযুক্তির সাহায্যে শবনম বুবলীর মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে। 

এই বিষয়ে অনুসন্ধানে ‘sanchita_darabdhara’ ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ৭টি ছবির সংযুক্তিসহ গত ২৭ আগস্ট তারিখে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর তুলনা করলে মুখমণ্ডল ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়।

Comparison by Rumor Scanner 

এছাড়া, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে বিভিন্ন স্থানে তোলা তার আরও নানা ছবি ও ভিডিও পাওয়া যায়। অ্যাকাউন্টটির বায়োতে একটি ফেসবুক পেজের লিংক পাওয়া যায়। পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যালোচনায় জানা যায়, এটি ভারত থেকে পরিচালিত হচ্ছে।

অর্থাৎ, মূল ছবিগুলো সঞ্চিতা নামে ভিন্ন এক নারীর। 

অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার টিম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে সঞ্চিতা নামক উক্ত নারীর ছবির ওপর অভিনেত্রী শবনম বুবলীর মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে বিকৃত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে। 

সুতরাং, ইন্টারনেট থেকে সঞ্চিতা নামক নারীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে শবনম বুবলীর মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img