সম্প্রতি সিরাজগঞ্জ-২ আসনের (সদর-কামারখন্দ) সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর নামে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকে “জামিনে মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ” ক্যাপশনে একটি পোস্ট করা হয়।

পরবর্তীতে জান্নাত আরা হেনরী জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষক দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী সম্প্রতি জামিনে মুক্তি পাননি বরং, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই একটি ভুয়া ফেসবুক পেজের পোস্টের বরাতে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে জান্নাত আরা হেনরীর নামে পরিচালিত আলোচিত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে দেখা যায়, চলতি বছরের ০৮ সেপ্টেম্বর এটি খোলা হয়েছে। আলোচিত দাবিটি প্রচারের সময় পেজটির নাম ‘জান্নাত আরা হেনরী’ থাকলেও গত ১৮ সেপ্টেম্বরে পেজটির নাম পরিবর্তন করে ‘ইনশাআল্লাহ এবার হবে’ রাখা হয়।
এছাড়া, জান্নাত আরা হেনরীর জামিন সংক্রান্ত বিষয় অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ০৪ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
পাশাপাশি, জান্নাত আরা হেনরী জামিনে মুক্তি পেয়েছেন দাবিতে ফেসবুকে থাকা কিছু পোস্টে একটি ছবি সংযুক্ত দেখতে পাওয়া যায়। ছবিতে, ফুলের মালা গলায় হেনরীকে মিস্টিমুখ করাতে দেখা যায়।

তবে, ‘রবিউল ইসলাম রুবেল’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ০৭ জানুয়ারি আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। জানা যায়, সে বছরে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে স্থানীয় নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাচ্ছেন। এটি মূলত সেই মূহুর্তের-ই ছবি।
উল্লেখ্য, গত বছরের ০১ অক্টোবর যৌথ বাহিনীর অভিযানে মৌলভীবাজার থেকে তাকে গ্রেফতার করে র্যাব। সিরাজগঞ্জের যুবদল নেতা সোহানুর রহমানসহ তিনটি হত্যা মামলার ঘটনায় হেনরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ঐসময়ে কারাগারে যান হেনরী।
সুতরাং, সিরাজগঞ্জ-২ আসনের (সদর-কামারখন্দ) সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo: জান্নাত আরা হেনরীর জামিন আবেদন নাকচ
- রবিউল ইসলাম রুবেল: Facebook Post
- Bangla Tribune: দুদকের মামলায় হেনরীর জামিন নাকচ