সম্প্রতি “রাজধানীর বুকে পুলিশি প্রটোকলে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল; ১১ পুলিশ প্রত্যাহার” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে পুলিশ প্রটোকলে রাজধানীতে আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়নি এবং এ কারণে কোনো পুলিশকে প্রত্যাহারের ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২২ সালে বগুড়ায় আওয়ামী লীগের মিছিলের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Bongokothon’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৯ মে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, মিছিলে ব্যানার হাতে প্রথম সারিতে থাকা ব্যক্তিবর্গের সাথে আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তিদের মিল রয়েছে, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে ভিডিওটি উক্ত ঘটনার।

উক্ত ভিডিওর বিবরণীতে বলা হয়, এটি বগুড়া পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল।
পরবর্তীতে, একই ঘটনার আরও একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে ‘Abu Obaidul Hasan Bobi’ নামক ফেসবুক অ্যাকাউন্টে উক্ত ঘটনার কিছু ছবি সম্বলিত একটি পোস্টে দাবি করা হয়, এটি শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে এবং বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনিকে দ্রুত গ্রেফতারের দাবিতে বাংলাদেশের আওয়ামী লীগ বগুড়া পৌর শাখা কর্তৃক বিক্ষোভ মিছিল।
উল্লেখ্য, ২০২২ সালে শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেয়ার অভিযোগে বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনির বিরুদ্ধে মামলা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি এবং উক্ত মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এছাড়া, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে পুলিশ প্রটোকল দেওয়ায় পুলিশ সদস্যকে অব্যাহতি দেওয়ার কোনো তথ্য বিশ্বাসযোগ্য সূত্র বা গণমাধ্যমে পাওয়া যায়নি।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ে ঢাকায় আওয়ামী লীগের মিছিলের নয়।
সুতরাং, ২০২২ সালে বগুড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে পুলিশ প্রটোকলে মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bongokothon – বগুড়া পৌর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল |
- V-I-R-A-L: বগুড়া পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
- Abu Obaidul Hasan Bobi – Facebook Post
- Ittefaq – প্রধানমন্ত্রীকে কটূক্তি, বগুড়া মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে আইসিটি মামলা
- Jamuna.tv – প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় কারাগারে বিএনপি নেত্রী, গায়ে ডিম ছোড়া নিয়ে হুলস্থুল