সম্প্রতি ‘যদি একবার এমপি হতে পারি! ১টা খু*নের বদলে ১০ টা খু*ন ঘটাইয়া দিবো! ঝিনাইদহ জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
এসব পোস্টের মাধ্যমে আসন্ন নির্বাচনে ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত একজন প্রার্থী তার নির্বাচনী প্রচারণায় তিনি এমপি নির্বাচিত হলে একটি খুনের বদলে দশটি খুন করবেন বলেছেন বলে দাবি করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এবং সম্ভাব্য এমপি পদপ্রার্থী ডা. মোমতাজুল করীম। এছাড়া, তিনি তার বক্তব্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং তার ব্যাখ্যায় দাবি করেছেন যে ‘আমাদের দেশে একটা খুন হলে রাজনৈতিক কোন্দলের কারণে দশটা খুন ঘটে যায়’ বাক্যটি বলতে গিয়ে ভুলক্রমে আলোচিত কথাটি বলে ফেলেছেন।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ‘বাঁশেরকেল্লা – Basherkella’ নামের একটি ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে আলোচিত দাবিতে প্রচারিত একটি পোস্টের স্ক্রিনশট যুক্ত করে দাবি করা হয় যে, ভিডিওটিতে থাকা ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এবং এমপি প্রার্থী ডা. মোমতাজুল করীম, তিনি জামায়াত নেতা নন। এবং তার বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি তার একাধিক খণ্ডিত বক্তব্যকে একসাথে জুড়ে দিয়ে তৈরি করা হয়েছে৷
উক্ত সূত্র ধরে ডা. মোমতাজুল করীমের ফেসবুক প্রোফাইল খুঁজে পায় রিউমর স্ক্যানার।
প্রোফাইলটির ‘About’ সেকশন পর্যবেক্ষণ করে জানা যায়, ডা. মোমতাজুল করীম নামক এই ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি।

পরবর্তীতে, উক্ত ফেসবুক প্রোফাইলের কভার ফটো ও প্রোফাইল ফটোতে থাকা ব্যক্তির ছবির সাথে আলোচিত ব্যক্তির মুখমণ্ডলের তুলনামূলক যাচাই করে নিশ্চিত হওয়া যে তারা উভয়ই একই ব্যক্তি।
একইসাথে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার নামে প্রচারণাকারী ফেসবুক পেজ Tawfiq Media – তাওফীক মিডিয়ার পোস্টেও উক্ত ব্যক্তিতে ডা. এইচ এম মোমতাজুল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. মোমতাজুল করীম।
এছাড়া, ডা. মোমতাজুল করীমের ফেসবুক প্রোফাইলে গত ২২ সেপ্টেম্বর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, সেখানে তিনি ঝিনাইদহ ভিত্তিক প্রচারমাধ্যম ‘Voice of Joy News’ নামক ফেসবুক পেজের একটি পোস্ট শেয়ার করেছেন৷
উক্ত ভিডিওতে আলোচিত মন্তব্যের একটি ফুটেজ যুক্ত করে ডা. মোমতাজুল করীমের বক্তব্য উপস্থাপন করা হয়েছে।

উক্ত বক্তব্যে তিনি নিজেকে ডা. মোমতাজুল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এবং ঝিনাইদহ ২, সদর হরিণাকুন্ডু নির্বাচনী আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী বলে পরিচয় দেন৷
“আমার ভাই খুন, আপনার ভাই খুন দলের জন্য। একটা খুনের জন্য দশটা খুন ঘটায়ে দিবো মুহূর্তের ভিতরে।” সূচক বক্তব্যের ওই ফুটেজের ব্যাখ্যায় উক্ত বক্তব্যে তিনি বলেন ‘আমাদের দেশে একটা খুন হলে রাজনৈতিক কোন্দলের কারণে দশটা খুন ঘটে যায়’ বাক্যটি বলতে গিয়ে ভুলক্রমে ‘মুহূর্তে দশটা খুন ঘটিয়ে ফেলবো’ কথাটি বলে ফেলেছেন। তিনি তার বক্তব্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
সুতরাং, একটি খুনের জন্য দশটি খুন বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য এমপি প্রার্থীর দেওয়া বক্তব্যকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- বাঁশেরকেল্লা – Basherkella – Facebook Post
- ডা. মোমতাজুল করীম – Facebook Profile
- Tawfiq Media – তাওফীক মিডিয়া – Facebook Post
- ডা. মোমতাজুল করীম – Facebook Post