সম্প্রতি ‘কোন ভাবেই আওয়ামী লীগের মিছিল আটকাতে পারছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা’ এবং ‘আওয়ামী লীগকে কোনো ভাবেই আটকাতে পারছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা’ শীর্ষক একাধিক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে
এসব পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে উদ্ধৃত করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এমন কোনো বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া মন্তব্যকে আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Gorom TV’ নামক ফেসবুক পেজ গত ১৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডের শিরোনাম- ‘কোনো ভাবেই আওয়ামী লীগের মিছিল আটকাতে পারছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা’, যার সাথে আলোচিত দাবির বক্তব্যটির মিল রয়েছে।
‘Gorom TV’ পেজটির অ্যাবাউট সেকশনে গিয়ে দেখা যায়, সেখানে পেজটিকে ‘Satire/Parody’ পেজ বলে উল্লেখ রয়েছে।
Gorom TV এর ফটোকার্ডে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টার ছবিটির বিষয়ে যাচাই করে দেখা যায়, এটি গণমাধ্যমে তার বহুল ব্যবহৃত একটি ফাইল ছবি।
এ বিষয়ে অধিকতর অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ১০ এপ্রিল ‘মানুষ বলছে আপনারা আরও ৫ বছর থাকেন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সাথে Gorom TV এর ফটোকার্ডে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টার ছবিটির সাদৃশ্য রয়েছে৷

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে স্বরাষ্ট্র উপদেষ্টার পোশাক, তার সাথে থাকা ব্যক্তিবর্গ ও অন্যান্য পারিপার্শ্বিকতার আলোচিত ফটোকার্ডের ছবির সাথে মিল রয়েছে।
উক্ত ভিডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। ভিডিওতে তিনি ‘কোন ভাবেই আওয়ামী লীগের মিছিল আটকাতে পারছি না’ বা ‘আওয়ামী লীগকে কোনো ভাবেই আটকাতে পারছি না’ সূচক মন্তব্য করেননি৷
সুতরাং, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে উদ্ধৃত করে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gorom TV – Facebook Post
- Ekattor – Facebook Post
- SOMOY TV – মানুষ বলছে আপনারা আরও ৫ বছর থাকেন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা