দিল্লিতে গণমাধ্যমের সামনে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, “বাংলাদেশের ঢুকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার মতো জীবন দিতেও প্রস্তুত বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দিল্লিতে মিডিয়ার সামনে জননেত্রী শেখ হাসিনা” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখেননি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের রংপুরে আওয়ামী লীগের মহাসমাবেশে দেওয়া বক্তব্যের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম ‘DBC NEWS’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২ আগস্ট ‘বাবার মতো জীবন দিতেও প্রস্তুত আছি: প্রধানমন্ত্রী’ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ২ মিনিট ৩৭ সেকেন্ড অংশ থেকে ৩ মিনিট ৪ সেকেন্ড অংশের হুবুহু মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৩ সালের ২ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষ আমার সংসার। বাবা, ভাই ও বোনের স্নেহ আপনাদের কাছ থেকে পেয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি বাবার মতো জীবন দিতে প্রস্তুত।’ 

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ে দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের নয়। 

এছাড়া, সাম্প্রতিক সময়ে দিল্লিতে গণমাধ্যমের সামনে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কোনো তথ্য বিশ্বাসযোগ্য সূত্র বা গণমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৩ সালে রংপুরে আওয়ামী লীগের মহাসমাবেশে শেখ হাসিনার বক্তব্যকে সাম্প্রতিক সময়ে দিল্লিতে গণমাধ্যমের সামনে দেওয়া বক্তব্যের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img