সম্প্রতি ‘ব্রেকিং নিউজ বঙ্গবন্ধুর সৈনিকদের খেলা শুরু হয়ে গেছে জেগে উঠেছে আওয়ামী লীগ।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের সাম্প্রতিক সময়ে কোনো কর্মকাণ্ডের নয়। প্রকৃতপক্ষে, চলতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম আমার দেশের ইউটিউব চ্যানেলে গত ২৬ জানুয়ারি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটেছে সাত কলেজ’ শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

একই ভিডিও গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের ইউটিউব চ্যানেলেও গত ২৭ জানুয়ারি ‘ধাওয়া-পাল্টা ধাওয়া ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের’ শিরোনামে প্রকাশিত হয়।
এসব ভিডিওতে থাকা তথ্যের সূত্র ধরে গণমাধ্যমের একাধিক প্রতিবেদন (১, ২) থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে গিয়ে ৭ কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৬ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ইট-পাটকেল নিক্ষেপের মতো ঘটনাও ঘটে। এর আগে সন্ধ্যা থেকে ৭ কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছিলেন।
জানা যায়, ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের বিরুদ্ধে ‘বিরূপ আচরণের’ অভিযোগ তোলেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে প্রো-ভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি অশোভন আচরণ করেন। এমনকি ২১ দিন আগে দেয়া স্মারকলিপি না পড়ার বিষয়টিও শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে। প্রো-ভিসির আচরণের প্রতিবাদে তারা ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।
অন্যদিকে, ঢাবির এফ রহমান হলের শিক্ষার্থীরা ৭ কলেজের শিক্ষার্থীদের ঠেকাতে হলের সামনে অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সুতরাং, ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের একটি ভিডিওকে আওয়ামী লীগের কর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ডের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Amar Desh – ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটেছে সাত কলেজ
- The Daily Campus – ধাওয়া-পাল্টা ধাওয়া ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের
- চ্যানেল টোয়েন্টিফোর – ঢাবি ও ৭ কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
- দ্য ডেইলি স্টার – ঢাবি-সাত কলেজ ধাওয়া-পাল্টা ধাওয়া: ঘটনাস্থলে হাসনাত আব্দুল্লাহ, যোগ দিয়েছেন ইডেন কলেজ শিক্ষার্থীরা