ইউনূস বিরোধী মিছিল দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, ইউনূস বিরোধী মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে জনতাকে ‘হইহই রইরই, ইউনূসের বাচ্চারা হুঁশিয়ার সাবধান, রাজাকারের বাচ্চারা হুঁশিয়ার সাবধান, দালালের বাচ্চারা হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিতে দেখা যায়। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রায় দুই লাখ চৌষট্টি হাজার বার দেখা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইউনূস বিরোধী মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। 

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারীদের মুখভঙ্গি ও উচ্চারিত স্লোগানের মধ্যে অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। একই সঙ্গে, ভিডিওর একাংশে অসংখ্য মানুষকে একই ভঙ্গিতে ও একই সময়ে হাত উঁচু করে স্লোগান দিতে দেখা যায়। সেই অংশে একাধিক ব্যক্তির মুখের গঠনেও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশেরও বেশি।

Screenshot: Hive Moderation

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ইউনূস বিরোধী মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।  

তথ্যসূত্র 

  • HIVE MODERATION 
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img