বরিশালে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতনের দাবিতে ভারতের ভিডিও প্রচার 

সম্প্রতি ‘বরিশালে ছেলে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার কারনে ছেলেকে না পেয়ে মা কে নির্মম র্নির্যাতন।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বরিশালে বাংলাদেশ ছাত্রলীগের কথিত সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে না পেয়ে তার মাকে নির্যাতনের ঘটনার নয় এবং এমন কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ভারতের উত্তর প্রদেশে শ্বশুরবাড়ির লোকজন দ্বারা এক নারীর নির্যাতিত হওয়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে Manoj Sharma Lucknow UP নামক এক্স হ্যান্ডেলে গত ০৭ সেপ্টেম্বর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ভারতের উত্তরপ্রদেশের ফারুখাবাদের বিজেপির (ভারতের রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি) সংসদ সদস্য মুকেশ রাজপুতের বোনকে তার শ্বশুর এবং দেবর নির্মমভাবে মারধর করে। ভুক্তভোগী নারীর অভিযোগ, তিনি গোসল করার সময় তার শ্বশুর এবং দেবর তার ভিডিও ধারণ করছিলেন, তিনি এর প্রতিবাদ করলে তারা তাকে গালিগালাজ করতে শুরু করে এবং তারা তাকে মারধর শুরু করে। কাসগঞ্জে, বাড়ির বাইরে শ্বশুর ও দেবরদের ওই নারীকে মারধরের ঘটনার ভিডিও প্রকাশ পেয়েছে। পরে ভুক্তভোগী নারী অভিযুক্ত শ্বশুর এবং দেবরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাদের উভয়ের বিরুদ্ধে মামলা গ্রহণ করে৷ 

উপরোক্ত তথ্যাবলীর সূত্র ধরে ভারতের গণমাধ্যম NEWS9 এর ইউটিউব চ্যানেলে গত ০৮ সেপ্টেম্বর ‘On Cam: BJP MP’s sister filmed while taking bath, assaulted by in-laws after protesting’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner 

প্রতিবেদন সূত্রে জানা যায়, উত্তর প্রদেশের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতের বোন রীনা সিং বোন তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন এবং জীবনের হুমকির অভিযোগ এনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। 

ভুক্তভোগী রীনা সিং তার অভিযোগে উল্লেখ করেছেন যে তার শ্বশুর লক্ষ্মণ সিং এবং দেবর রাজেশ সিং ও গিরিশ সিং তার উপর আক্রমণ করেছেন এবং তাকে হত্যার হুমকি দিয়েছেন।

তিনি আরও দাবি করেছেন যে গত ০৭ সেপ্টেম্বর দুপুরে যখন তিনি বাথরুমে গোসল করছিলেন, তখন গিরিশ সিং এবং লক্ষ্মণ সিং জানালা দিয়ে তার একটি ভিডিও রেকর্ড করার চেষ্টা করেছিলেন। যখন তিনি এর প্রতিবাদ করেন, তখন তাকে মৌখিকভাবে গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, লক্ষ্মণ সিং লাঠি দিয়ে রীনা সিং-এর ওপর আঘাত করছেন।

পরবর্তীতে, আরেক ভারতীয় গণমাধ্যম NDTV এর ওয়েবসাইটে গত ০৮ সেপ্টেম্বর ‘UP BJP MP’s Sister Alleges Assault By In-Laws, Says Was Filmed While Bathing’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়। 

গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷ 

সুতরাং, বরিশালে বাংলাদেশ ছাত্রলীগের কথিত সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে না পেয়ে তার মাকে নির্যাতন করা হয়েছে দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img