সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, ময়মনসিংহে আ’লীগের সাম্প্রতিক কর্মসূচীর দৃশ্য এটি।

একই দাবির টিকটক ভিডিও দেখুন এখানে।
টিকটকে ইতোমধ্যেই এই ভিডিওটি ১ লক্ষ ৭৮ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৩ সালে ময়মনসিংহে আ’লীগের অবরোধ বিরোধী কর্মসূচীর ভিডিওকে বিভ্রান্তিকরভাবে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে ২০২৩ সালের ১৩ নভেম্বর মূল ধারার গণমাধ্যম দেশটিভির চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, জামায়াত ও বিএনপির বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ এনে তার প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের কর্মসূচীর দৃশ্য এটি।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২৩ সালের।
বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বিএনপির ডাকা চতুর্থ দফা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন চলছিল। সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচী পালন করছিল দলটি।
সুতরাং, ময়মনসিংহে আ’লীগের সাম্প্রতিক কর্মসূচীর দৃশ্য দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Desh Tv: Youtube Video