সম্প্রতি জাকসু নির্বাচনকে কেন্দ্র করে “পুুলিশ সরাসরি শিবিরের পক্ষ নিয়েছে, বহু হতাহতর আশঙ্কা” শিরোনামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি ২০২৪ সালের ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনার দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওতে চ্যানেল২৪ এর লোগো থাকার সূত্র ধরে অনুসন্ধানে ২০২৪ সালের ১৭ জুলাই ‘জাবিতে অ্যাকশনে নেমেছে পুলিশ; ছুড়ছে গুলি’ শিরোনামে প্রকাশিত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম কালের কণ্ঠের ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ ২০২৪ সালের ১৭ জুলাই ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ চলছে : আহত ৬০, হাসপাতালে ৬’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ১৭ জুলাই বিকেল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-র্যাবের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হন। সেসময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এছাড়া, আলোচ্য বিষয়ে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে আরেকটি প্রতিবেদন প্রকাশ পায়। উক্ত প্রতিবেদনের ফিচারে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে এবং এই প্রতিবেদনটি থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যাচ্ছে।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
তাছাড়া, সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে এরূপ কোনো সংঘর্ষের ঘটনা ঘটলে মুলধারার সংবাদমাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। তবে, এক্ষেত্রে মূলধারার সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে এরূপ কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
সুতরাং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ চলছে এবং পুলিশ শিবিরের পক্ষ নিয়েছে দাবিতে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Channel 24: Youtube Video
- Kaler Kantho: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ চলছে : আহত ৬০, হাসপাতালে ৬
- Bangla Tribune: জাবিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে
- Rumor Scanner’s Analysis