গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে জয়লাভ করেন মোঃ আবু সাদিক (সাদিক কায়েম)। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে, ডাকসু নির্বাচনে জিয়াউর রহমান হল ও ফজলুল হক হলে আবিদুল ইসলাম খান (১৮১), সাদিক কায়েম (৮৪১), আব্দুল কাদের (৪৭), উমামা ফাতেমা (১৫৩) ও শামীম হোসেন (১৪১) একই সংখ্যক ভোট পেয়েছেন।

ডাকসু নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আবিদুল ইসলাম খান ১৮১ ভোট, সাদিক কায়েম ৮৪১ ভোট ও উমামা ফাতেমা ১৫৩ ভোট পেয়েছেন দাবিতে গণমাধ্যমেও সংবাদ প্রচার করা হয়েছে। দেখুন বাংলাভিশন (ফেসবুক), দেশ টিভি (ফেসবুক), ডিবিসি নিউজ (ফেসবুক), নয়া দিগন্ত, যায় যায় দিন, আজকের পত্রিকা, দেশ রূপান্তর, জাগোনিউজ২৪, দ্য ডেইলি ক্যাম্পাস, ফেস দ্যা পিপল (ফেসবুক), রূপালী বাংলাদেশ, খবর সংযোগ, খবরের কাগজ (ফেসবুক), ক্যাম্পাস রিপোর্ট ২৪, বাংলা এডিশন, দৈনিক শিক্ষা, সিটি নিউজ ঢাকা, স্বদেশ বাংলা, দেশকাল নিউজ, ডোনেট বাংলাদেশ।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসু নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও ফজলুল হক মুসলিম হলে আবিদুল ইসলাম খান ১৮১ ভোট, সাদিক কায়েম ৮৪১ ভোট, উমামা ফাতেমা ১৫৩ ভোট, শামীম হোসেন ১৪১ ভোট ও আব্দুল কাদেরের ৪৭ ভোট পাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ফজলুল হক মুসলিম হলের ক্ষেত্রে প্রচারিত সংখ্যাটি সঠিক তবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আবিদুল ইসলাম খান ২৪৮ ভোট, সাদিক কায়েম ৬৭৪ ভোট, উমামা ফাতেমা ১৫১ ভোট, শামীম হোসেন ১৩১ ভোট ও আব্দুল কাদের ৭০ ভোট পেয়েছেন।
এ বিষয়ে অনুসন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডাকসু নির্বাচনে প্রতিটি হলে প্রতিটি পদের প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যার একটি তালিকা পাওয়া যায়। তালিকাটি থেকে ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যা পর্যবেক্ষণ করলে দেখা যায়, ফজলুল হক হলে ভিপি পদে আবিদুল ইসলাম খান ১৮১ ভোট, সাদিক কায়েম ৮৪১ ভোট, উমামা ফাতেমা ১৫৩ ভোট, শামীম হোসেন ১৪১ ভোট ও আব্দুল কাদের ৪৭ ভোট পেয়েছেন।

পরবর্তীতে, তালিকাটি থেকে মু্ক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যা পর্যবেক্ষণ করলে দেখা যায়, মু্ক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে আবিদুল ইসলাম খান ২৪৮ ভোট, সাদিক কায়েম ৬৭৪ ভোট, উমামা ফাতেমা ১৫১ ভোট, শামীম হোসেন ১৩১ ভোট ও আব্দুল কাদের ৭০ ভোট পেয়েছেন।
অর্থাৎ, তালিকাটিতে প্রদত্ত তথ্যানুসারে ফজলুল হক হলে ভিপি পদে আলোচিত প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যা দাবিতে প্রচারিত সংখ্যাগুলো সঠিক হলেও মু্ক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্ষেত্রে ভিপি পদে আলোচিত প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যা সঠিক নয়।
এছাড়াও, অনুসন্ধানে ডাকসু নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যা নানা ফেসবুক অ্যাকাউন্ট থেকেও গত ১০ সেপ্টেম্বরে প্রচার হতে দেখা যায় যার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদত্ত সংখ্যার মিল পাওয়া যায়।
পাশাপাশি, ১০ সেপ্টেম্বর ভোরে মূলধারার গণমাধ্যম যমুনা টিভি, এটিএন বাংলাসহ একাধিক গণমাধ্যমেও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যা প্রচার হতে দেখা যায় যার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদত্ত সংখ্যার মিল পাওয়া যায়।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে প্রকৃতপক্ষে আবিদুল ইসলাম খান ২৪৮ ভোট, সাদিক কায়েম ৬৭৪ ভোট, উমামা ফাতেমা ১৫১ ভোট, শামীম হোসেন ১৩১ ভোট ও আব্দুল কাদের ৭০ ভোট পেয়েছেন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও ফজলুল হক মুসলিম হলে আলোচিত প্রার্থীরা একইসংখ্যাক ভোট পেয়েছেন শীর্ষক দাবিটিও সঠিক নয়।
সুতরাং, ডাকসু নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আবিদুল ইসলাম খান ১৮১ ভোট, সাদিক কায়েম ৮৪১ ভোট, উমামা ফাতেমা ১৫৩ ভোট, শামীম হোসেন ১৪১ ভোট ও আব্দুল কাদের ৪৭ ভোট পেয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka University – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ফলাফল
- Dhaka University – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫ ফজলুল হক মুসলিম হল
- Dhaka University – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল
- Ashraful Amin – Facebook Post
- Jamuna TV – Facebook Post
- ATN Bangla News – Facebook Post