লন্ডনে মাহফুজ আলমের ওপর ডিম নিক্ষেপের দৃশ্য দাবিতে সম্পাদিত ছবি প্রচার 

লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডন-এর স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস) ক্যাম্পাসে আয়োজিত একটি সেমিনার থেকে বের হওয়ার সময় যুক্তরাজ্য সফররত বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালান আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সেমিনার শেষে বাংলাদেশ হাইকমিশনের গাড়ি বের হলে মাহফুজ আলমের গাড়ি ভেবে কয়েকজন সেটির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন। পুলিশি হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হলে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করা হয়। তবে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের দাবি, ওই গাড়িটিতে মাহফুজ আলম ছিলেন না।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ আলমের একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়, এটি তার ওপর ডিম নিক্ষেপের দৃশ্য। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে

এক্সে প্রচারিত দাবি দেখুন: এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাহফুজ আলমের ওপর ডিম নিক্ষেপের দৃশ্য বলে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ইন্টারনেট থেকে সংগ্রহ করা মাহফুজ আলমের একটি পুরোনো ছবি সম্পাদনা করে এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এবং ভাঙা ডিম জুড়ে দিয়ে ওই ছবি তৈরি করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে উইকিমিডিয়া কমনসে প্রকাশিত একটি ছবি পাওয়া যায়, যা প্রচারিত ছবির সঙ্গে অনেকাংশেই মিলে যায়। উভয় ছবিতেই মাহফুজ আলমকে একই পোশাক ও মুখভঙ্গিতে দেখা যায়। তবে প্রচারিত ছবির ব্যাকগ্রাউন্ড ও মাথার ওপর ভাঙা ডিমের উপস্থিতি উইকিমিডিয়ার ছবির সঙ্গে মেলে না। উইকিমিডিয়ার তথ্য অনুসারে, ছবিটি গত বছরের (২০২৪) ডিসেম্বরে ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’ আয়োজিত একটি অনুষ্ঠানে তোলা হয়েছিল।

এই সূত্র অনুসরণ করে আরও অনুসন্ধানে জানা যায়, গত বছরের ২৭ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’ আয়োজিত ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে মাহফুজ আলম অংশ নেন। পরে ফেসবুকে অনুসন্ধানে, ‘Dhakatalk.com’ নামের একটি পেজে ২৮ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার ব্যাকগ্রাউন্ড ও মাহফুজ আলমের পোশাক উইকিমিডিয়ার ছবির সঙ্গে মিলে যায়।

অন্যদিকে, মাহফুজ আলমের গাড়ি ভেবে হামলার শিকার গাড়িটি যে স্থানে হামলার শিকার হয়, সেই স্থানের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে প্রচারিত ছবির ব্যাকগ্রাউন্ডের মিল লক্ষ্য করা যায়। 

Comparison: Rumor Scanner

অর্থাৎ, পুরোনো একটি ছবি সম্পাদনার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে এবং ভাঙা ডিম যোগ করে প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে।

এছাড়া, সোয়াস ক্যাম্পাসের সেমিনারে মাহফুজ আলমের পরিহিত পোশাকের সঙ্গে প্রচারিত ছবির পোশাকের পার্থক্য রয়েছে।

সুতরাং, লন্ডনে মাহফুজ আলমের ওপর ডিম নিক্ষেপের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Wikimedia Commons: Mahfuj Alam
  • Rumor Scanner’s analysis.  

আরও পড়ুন

spot_img