গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। টানা তিন দিনেও ভোট গণনা শেষ হয়নি। তবে, গত (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানান প্রধান নির্বাচন কমিশন। এর আগে ১১ সেপ্টেম্বরই নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ চারটি প্যানেল। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থী চার শিক্ষকও পদত্যাগ করেছেন।
এরইমধ্যে, ‘এইমাত্র জাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত বিশ্ববিদ্যালয়, চূড়ান্ত খেলা শুরু হয়ে গেছে, ছাত্রদলের বিরুদ্ধে শিবিরের অ্যাকশন’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবির ফেসবুকে ভিডিও দেখুন এখানে, (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি জাকসু নির্বাচনের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময়কার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের জড়ো হওয়ার দৃশ্য এটি। আরো অনুসন্ধান করে গত বছরের ১৬ জুলাই বাংলা ট্রিবিউনের এর ওয়েবসাইটে ‘আন্দোলনকারীদের দখলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ১৬ জুলাই ‘ছাত্রলীগের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসের বিভিন্ন ফটকে অবস্থান করছে’— এমন খবর পেয়ে ক্যাম্পাস দখলে নেয় সাধারণ শিক্ষার্থীরা। বেলা ১২টা থেকে বিভিন্ন হল থেকে লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর সেখানে থেকে তারা পুরো ক্যাম্পাসে শোডাউন দেন।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের।
এদিকে, জাসকু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে গত ১১ সেপ্টেম্বর রাত নয়টার দিকে ছাত্রদল প্রতিবাদ মিছিল করলেও ছাত্রশিবির কোনো কর্মসূচী পালন করেনি। তবে, ১১ সেপ্টেম্বর রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়টির মূল ফটকের সামনে অবস্থান নিয়েছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন।
সুতরাং, গত বছরের জুলাইয়ের আন্দোলনের সময় আন্দোলনকারীদের ভিডিওকে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবিরের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Ekattor Tv- YouTube Video
- Bangla Tribune- আন্দোলনকারীদের দখলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- Naya Diganta- নির্বাচনে অনিয়মের অভিযোগে জাবি ক্যাম্পাসে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
- Ittefaq- গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জামায়াতের এমপি প্রার্থীর অবস্থান