সম্প্রতি, ‘কুমিল্লায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর মা ও মেয়েকে নিজ ঘরে ইউনূসের সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে’- শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিছু কিছু পোস্টে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ মা ও মেয়েকে হত্যার ঘটনা বলেও দাবি করা হয়েছে।
দাবি করা হচ্ছে– ভিডিওতে থাকা দুই নারীকে আওয়ামী লীগের রাজনীতি করায় হত্যা করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর লাশগুলোর এক মা ও মেয়ের এই দাবি সত্য হলেও তাদেরকে রাজনৈতিক কারণে হত্যার দাবিটি সঠিক নয় বরং, পারিবারিক কলহের কারণে তাদের হত্যা করা হয়েছে। এরইমধ্যে, এই ঘটনায় নিহতের ছেলে এবং ছেলের বউকে গ্রেফতার করেছে পুলিশ।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটিতে ‘জাগরণ নিউজ বিডি’ শীর্ষক একটি লোগো লক্ষ্য করা যায়। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ‘Jagoron News Bd’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ৩১ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

জাগরণ নিউজ বিডির পোস্টের ক্যাপশনে বলা হয়, কুমিল্লা নগরীর ২১ নং ওয়ার্ডের রামনগর এলাকায় খাটের ওপর থেকে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনার ভিডিও এটি।
উল্লিখিত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আজকের পত্রিকার ওয়েবসাইটে গত ৩১ আগস্ট “কুমিল্লায় নিজ ঘরে মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৩১ আগস্ট কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামে আবু তাহেরের বাড়িতে অসুস্থ বৃদ্ধ এক নারী ও তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তাঁদের ছোট মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩০)। নিহত নিহত লুৎফা বেগমের বড় মেয়ে হাসিনা আক্তার শিউলির অভিযোগ, পারিবারিক কলহের জেরে তাঁর ভাই শাহিন (৩৮) মা ও বোনকে শ্বাসরোধে হত্যা করেন।
একই তারিখে কালের কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত ঘটনায় ওইদিনই সন্দেহভাজন আসামি হিসেবে নিহত লুৎফা বেগমের ছেলে ও ছেলের বউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
উল্লিখিত কোনো প্রতিবেদনেই উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার উল্লেখ পাওয়া যায়নি। সবগুলো প্রতিবেদনেই হত্যাকাণ্ডের কারণ হিসেবে পারিবারিক কলহের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের শিকার এই ব্যক্তিরা মহিলা আওয়ামী লীগ নেত্রীর মা ও মেয়ে কিংবা হত্যাকাণ্ডের শিকার এই মা মহিলা আওয়ামী লীগের নেত্রী – এই দাবিরও সত্যতা মেলেনি।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য ঘটনার অধীনস্থ কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি রিউমর স্ক্যানারকে বলেন, ‘এটি (হত্যাকাণ্ড) রাজনৈতিক কারণে নয় কনফার্ম। নিহতের বড় মেয়ের মামলায় ছেলে এবং ছেলের বউকে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড এখনো মঞ্জুর হয়নি।’
সুতরাং, কুমিল্লায় পারিবারিক কলহের জেরে মা ও মেয়েকে হত্যার ঘটনাকে রাজনৈতিক রং মিশিয়ে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jagoron News Bd- Facebook Post
- Ajker Patrika- কুমিল্লায় নিজ ঘরে মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা
- Kaler Kantho- মা-মেয়েকে হত্যার অভিযোগে ছেলে ও ছেলের বউ আটক