ডাকসু নির্বাচনে জগন্নাথ হলে আবিদ-সাদিকের প্রাপ্ত ভোট নিয়ে ভুল তথ্য প্রচার 

গতকাল ০৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু)। গত রাত থেকেই হল ভিত্তিক ফলাফলগুলো প্রকাশ করা হচ্ছিল যা আজ ভোরে সমাপ্ত হয়। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি পদের দুই প্রার্থী আবিদুল ইসলাম ও সাদিক কায়েমের বিষয়ে দাবি করা হয়, জগন্নাথ হলে আবিদুল পেয়েছেন ১২২৫ ভোট এবং সাদিক কায়েম পেয়েছেন ৩৬৬ ভোট। 

এমন দাবিতে ফেসবুকের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে পোস্ট করে পরবর্তীতে তা সরিয়ে নেন অনলাইন এক্টিভিস্ট শাহেদ আলম।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসু নির্বাচনে জগন্নাথ হলে আবিদের ৩৬৬ ও সাদিক কায়েমের ১২২৫ ভোট পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং এই হলে আবিদ ১২৭৬ ও সাদিক কায়েম পেয়েছেন ১০ ভোট।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর এ সংক্রান্ত এক সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়,  জগন্নাথ হলে ভিপি পদে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান ১ হাজার ২৭৬ ভোট পেয়েছেন। এই কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের ভিপি প্রার্থী মো. আবু সাদিক ওরফে সাদিক কায়েম ১০ ভোট পেয়েছেন।

আরো অনুসন্ধানে মূল ধারার ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির ফেসবুক পেজে গত রাত ২ টা ৫৯ মিনিটে ঢাবির শারীরিকশিক্ষা কেন্দ্র থেকে প্রচার হওয়া একটি লাইভ ভিডিওর সন্ধান পাওয়া যায়। ভিডিওর ১৫ মিনিট সময় থেকে জগন্নাথ হলের ফলাফল ঘোষণা করতে দেখা যায়। বলা হয়, ভিপি পদে আবদুল ওয়াহেদ ২, আব্দুল কাদের ২১, আরিফুল ইসলাম ১, উমামা ফাতেমা ২৭৮, ছাদেক হোসেন ১, জালাল আহমদ ১, বিন ইয়ামীন মোল্লা ৫, আবিদুল ইসলাম খান ১২৭৬, সাদিক কায়েম ১০, আবুল হোসাইন ১, ইয়াছিন আরাফাত ১, উজ্জল হোসেন ১, মুদাব্বীর রহমান ১, হেলালুর রহমান ১, রাহুল দেব রায় ৯, শামীম হোসেন ১৭১, শেখ তাসনিম আফরোজ ইমি ১১, সুমিত সেন ৬ ভোট পেয়েছেন। 

অর্থাৎ, জগন্নাথ হলে আবিদ ৩৬৬ নয়, পেয়েছেন ১২৭৬ ভোট এবং সাদিক কায়েম ১২২৫ নয়, পেয়েছেন ১০ ভোট। 

সুতরাং, ডাকসু নির্বাচনে জগন্নাথ হলে ভিপি পদে আবিদ-সাদিকের প্রাপ্ত ভোট নিয়ে ভুল তথ্য প্রচার প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img