ডাকসু নির্বাচনের রাতে ঢাবিতে সংঘর্ষের দাবিতে ছড়ানো হলো ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও 

গত ০৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু এবং বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে প্রার্থীদের নানা অভিযোগের মধ্যে দিয়ে শেষ হয় এই ভোটযুদ্ধ। 

ভোট গণনা চলাকালে রাতে ‘এই মুহূর্তে ঢাবিতে পুলিশের সাথে ছাত্রদের ব‍্যপক সংঘর্ষ চলছে,, শিক্ষক এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপর পুলিশের ব‍্যপক লাঠিচার্জ চলছে..’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে  প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ এবং শিক্ষক ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের নভেম্বরে প্রথম আলো পত্রিকা অফিসের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে মূলধারার গণমাধ্যম ‘আমাদের সময়’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৪ নভেম্বর ‘প্রথম আলো অফিসের সামনে ধা’ও’য়া পা’ল্টা’ধা’ও’য়া, টি’য়া’রশে’ল নি’ক্ষে’প’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়৷ 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি প্রথম আলো পত্রিকার কার্যালয়ের সামনে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার ভিডিওচিত্র। 

উক্ত তথ্যের সূত্র ধরে গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৪ নভেম্বর ‘প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের পুলিশের ধাওয়া’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, সেদিন সন্ধ্যার পর দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ‘জোড়া গরু জবেহ’ কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করেন।

বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। তাই তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।

একই বিষয়ে আরেক গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২৪ নভেম্বর ‘প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ধাওয়া দিলো আইনশৃঙ্খলা বাহিনী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 

তাছাড়া, গতকাল ডাকসুর ভোটগণনা চলার মধ্যে রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব কেন্দ্রের সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিলেও ক্যাম্পাসে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। যদিও ভোট গননা চলাকালে ছাত্রদলের প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম নির্বাচনের অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে একই প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম নির্বাচনে অনিয়মের অভিযোগ তুললেও শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেছেন। এছাড়া, রাতে ভোট গণনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় এলাকাবর্তী শাহবাগ মোড়ে জামায়াত-শিবির এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জড়ো হওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানের বিষয়টিও গণমাধ্যমে উঠে আসে। 

সুতরাং, ০৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ এবং শিক্ষক ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img