ডাকসু নির্বাচনের পর ঢাবিতে ছাত্রদল বাসে আগুন দিয়েছে দাবিতে গাজীপুরের পুরোনো ভিডিও প্রচার

গতকাল (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ সকালে ঘোষিত চূড়ান্ত ফলাফলে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সহ-সভাপতি (ভিপি) এবং এস এম ফরহাদ সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে থেকেই গত রাতে তাদের জয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এই প্রেক্ষাপটে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, ভিপি ও জিএস পদে শিবির-সমর্থিত প্রার্থীদের বিজয়ে ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকটি বাসে আগুন দিয়েছে।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা কোনো বাসে আগুন দেয়নি। প্রকৃতপক্ষে, এই দাবির সঙ্গে প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজীপুরে একটি সড়ক দুর্ঘটনার পর উত্তেজিত জনতার দ্বারা একটি বাসে আগুন দেওয়ার ঘটনার।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Fighter Of Nayeem’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি গাজীপুরের বোর্ড বাজার এলাকায় একটি বাসে আগুনের দৃশ্য।

পরের দিন, ২৪ সেপ্টেম্বর ‘আমাদের গাজীপুর’ নামের একটি ফেসবুক পেজেও একই ভিডিও শেয়ার করা হয়। সেখানে জানানো হয়, বোর্ড বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার পর ক্ষুব্ধ জনতা বাস চালককে মারধর করে এবং উজান ভাটি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

Comparison: Rumor Scanner. 

এ বিষয়ে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত দৈনিক কালবেলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওইদিন রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহত হওয়ার জেরে উত্তেজিত জনতা উজান ভাটি পরিবহনের একটি বাসে আগুন দেয়।

অন্যদিকে, গতকাল (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাসে আগুন দেওয়ার কোনো তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাসে আগুন দিয়েছে দাবিতে গাজীপুরের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img