গতকাল (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ টায়। ভোটগ্রহণের পরপরই ‘এই মুহূর্তে সরাসরি…. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভোট প্রত্যাখান করে মারামারীতে জরিয়ে পরছে ছাত্রদলের নেতাকর্মীরা। শিবির বনাম ছাত্রদল শুরু হয়েছে,, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে’- শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গতকাল ০৯ সেপ্টেম্বরের নয় এবং এটি ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার কোনো সংঘর্ষের নয়। প্রকৃতপক্ষে, গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে মোহাম্মদ ফখরুল ইসলাম নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের ১৫ জুলাই প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

মোহাম্মদ ফখরুল ইসলামের পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, গত বছরের জুলাই মাসের ১৫ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। উক্ত ঘটনার ভিডিও এটি।
পোস্টের সূত্র ধরে অনুসন্ধানে ঢাকা টাইমস এর ওয়েবসাইটে গত বছরের ১৫ জুলাই “ঢাবির হলপাড়া রণক্ষেত্র, আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত বছরের ১৫ জুলাই বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। সংঘর্ষের ঘটনায় তিনজন গুরুতরসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছিল।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল সমকাল এবং ডেইলি স্টার।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি গতকালের নয়।
তাছাড়া, গতকাল ডাকসুর ভোটগণনা চলার মধ্যে রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব কেন্দ্রের সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিলেও ক্যাম্পাসে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। যদিও ভোট গননা চলাকালে ছাত্রদলের প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম নির্বাচনের অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে একই প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম নির্বাচনে অনিয়মের অভিযোগ তুললেও শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেছেন।
সুতরাং, গত বছরের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ভিডিওকে ছাত্রদল ডাকসু নির্বাচনে ভোট প্রত্যাখ্যান করে ছাত্রশিবিরের সাথে মারামারিতে জড়িয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Mo Fokhrul Islam- Facebook Post
- Dhaka Times- ঢাবির হলপাড়া রণক্ষেত্র, আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা
- Prothom Alo- ডাকসুর দুই কেন্দ্রের সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে শিবিরের বাগ্বিতণ্ডা
- Bdnews24- ফল প্রত্যাখ্যান আবিদের, ‘সম্মান’ জানালেন হামিম