গত ০১ সেপ্টেম্বর ‘গভীর রাতে যমুনায় তিন বাহিনীর প্রধানসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। কিছু একটা হতে চলছে যমুনায়। হঠাও ইউনুছ বাঁচাও দেশ’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তিন বাহিনীর প্রধানের প্রবেশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, অন্তত গত বছরের অক্টোবর মাস থেকেই উক্ত ভিডিওটি ইন্টারনেটে বিদ্যমান রয়েছে।
অনুসন্ধানে যুব মহিলা লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি ইয়াসমিন সুলতানা পলিন এর অ্যাকাউন্ট থেকে গত বছরের ০৯ অক্টোবর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

গত বছরের অক্টোবর মাসে আওয়ামী লীগের নেত্রী পলিন দাবি করেন, প্রচারিত ভিডিওটি সেনাবাহিনী কর্তৃক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘিরে ফেলার দৃশ্য।
উক্ত পোস্টের পর আলোচিত দাবিটি নিয়ে অনুসন্ধান করে ফ্যাক্ট স্টোরি প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানারের তখনকার অনুসন্ধানে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ পায়নি।
অর্থাৎ, সম্প্রতি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের প্রবেশের দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো এবং পূর্বে যে দাবিতে প্রচার করা হয়েছিল সেটিও ছিল ভিত্তিহীন।
উল্লেখ্য, গত (৩১ আগস্ট) যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি, জামায়াত এবং এনসিপি। এছাড়া, গতকাল (০১ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার সাথে যমুনায় সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সুতরাং, পুরোনো ভিডিওকে সম্প্রতি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গভীর রাতে তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের প্রবেশের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Yasmin Sultana Pollen- Facebook Post
- Rumor Scanner- Fact-Check Report
- Samakal- প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি
- Independent Tv- প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত নেতারা
- Somoy Tv- প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় এনসিপির প্রতিনিধি দল
- Jugantor- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ