সম্প্রতি, “জামালপুরের গজরা বাজারে কৃষি ব্যাংকের ছাদে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ। ছেলেটি জামালপুর কলেজ ছাত্রলীগের নেতা ছিলো। ছাত্রলীগ করাই ছেলেটির অপরাধ ছিলো!” ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির লাশটি কোনো ছাত্রলীগ নেতার নয় এবং ভিডিওটি জামালপুরেরও নয়। তাছাড়া, ভিডিওটি সাম্প্রতিক সময় বা অন্তবর্তীকালীন সরকারের আমলেরই নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজার এলাকায় কৃষি ব্যাংকের কার্যালয়ের ছাদ থেকে ওই ব্যাংকের নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এটি সেই ঘটনারই একটি ভিডিও।
অনুসন্ধানে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স সার্চ করে ‘Md Ariful IslamBabu Prodhan’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি ভিডিওটি প্রচার করতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘গজরা ইউনিয়নের গজরা বাজার কৃষি ব্যাংকের ছাদে। ওয়াই ফাই পিলারের সাথে সাহাদাত হোসেনকে গত কাল মধ্য রাতে কে বা কারা নিরমর্ম ভাবে হাত পা বেধে গলায় ধরি দিয়ে শ্বাস রোধ করে মেরে ফেলে রাখে।’
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে চ্যানেল আই -এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি ‘চাঁদপুরে কৃষি ব্যাংকের নৈশ প্রহরীর হাত-পা বাঁধা মর///দেহ উদ্ধার’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে ব্যবহৃত একটি ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

এই বিষয়ে প্রথম আলোর ওয়েবসাইটে ‘মতলবে কৃষি ব্যাংকের কার্যালয়ের ছাদে পড়ে ছিল নৈশপ্রহরীর লাশ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজার এলাকায় কৃষি ব্যাংকের কার্যালয়ের ছাদ থেকে ওই ব্যাংকের নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। প্রতিবেদনটিতে পুলিশের বরাতে বলা হয়, ‘পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।’
সেই সময় অনলাইন সংবাদ মধ্যম বিডিনিউজ২৪.কম, জাগোনিউজ২৪.কম, ঢাকা পোস্ট -এর ওয়েবসাইটে এই বিষেয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। তবে, প্রথম আলোর প্রতিবেদনে নিহতের নাম মো. সাজ্জাদ হোসেন বলা হলেও এই প্রতিবেদন গুলোতে শাহাদাত হোসেন সাজ্জাদ বলা হয়েছে।
প্রতিবেদনগুলোতে নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি এবং এই হত্যাকাণ্ডের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এমন দাবি করা হয়নি।
অর্থাৎ, ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ে কোনো ছাত্রলীগ নেতাকে নির্যাতনের ঘটনার নয়।
সুতরাং, জামালপুরে গজরা বাজারে কৃষি ব্যাংকের ছাদের উপর থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধারের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Md Ariful IslamBabu Prodhan : Facebook Post
- Prothom Alo : মতলবে কৃষি ব্যাংকের কার্যালয়ের ছাদে পড়ে ছিল নৈশপ্রহরীর লাশ
- bdnews24.com : চাঁদপুরে ব্যাংকের ছাদে নৈশ প্রহরীর হাত-পা বাঁধা লাশ
- jagonews24.com : চাঁদপুরে ব্যাংকের ছাদ থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- Dhaka Post : চাঁদপুরে ব্যাংকের ছাদে পড়ে ছিল নৈশপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ