শেখ হাসিনার নির্দেশে জেল থেকে তৌহিদ আফ্রিদির মুক্তি পাওয়ার দাবিটি ভুয়া

গত ২৪ আগস্ট বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি হিসেবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। 

এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রচার করে দাবি প্রচার করা হয়েছে, ‘কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জেলে নেওয়ার ২৪ ঘন্টার ভেতরে ভারত থেকে শেখ হাসিনার নির্দেশে জেল থেকে মুক্তি পেল তৌহিদ আফ্রিদি’।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উক্ত ভিডিওটি ৪ লক্ষ ৩০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ২২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে লাইক দেওয়া হয়েছে। 

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তৌহিদ আফ্রিদির মুক্তি পাননি। তৌহিদ আফ্রিদি এখনও কারাগারে আটক আছেন। প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবির সমন্বয়ে ভুয়া সংবাদ ভিডিও তৈরি করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে শুরুতে এক সংবাদ উপস্থাপিকাকে বলতে শোনা যায়, “কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জেলে নেওয়ার ২৪ ঘন্টার ভেতরে ভারত থেকে শেখ হাসিনার নির্দেশে জেল থেকে মুক্তি পেল তৌহিদ আফ্রিদি।” ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে মূলধারার গণমাধ্যম ‘ডিবিসি নিউজ’ এর লোগোর একাংশ বামদিকে উপরের কোণায় দেখা যায়। সংবাদ উপস্থাপিকার পেছনের ব্যাকগ্রাউন্ডেও ‘DBC সংবাদ’ লেখা দেখতে পাওয়া যায়। এছাড়াও ভিডিও ফুটেজটির নিচের অংশে সংবাদটির শিরোনামের একাংশ দেখা যায় যেখানে লেখা রয়েছে “…লীগ নিয়ে বাংলাদেশের বিবৃতিকে প্রত্যাখ্যান ভারতের”।

উল্লিখিত তথ্যের সূত্র ধরে অনুসন্ধান করলে ‘ডিবিসি নিউজ’ এর ফেসবুক পেজ ‘DBC News Daily’ এ ‘ভারতে আ.লীগের কর্মকাণ্ড সম্পর্কে অবগত নয় দিল্লি’ শিরোনামে গত ২০ আগস্টে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। সংবাদটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত প্রথমাংশের তুলনা করলে অডিও ব্যতীত বাকী সবকিছুর হুবহু মিল পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

ডিবিসি নিউজের আসল ভিডিওতে বলা হয়, ‘ভারতে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে দিল্লি, বুধবার (২০ আগস্ট) দিল্লিতে বাংলাদেশ সরকারের বিবৃতির জবাবে দেশটির সরকারের মুখপাত্র রণধীর জশওয়াল বলেন ভারত এ ধরনের কোন কার্যক্রম সম্পর্কে অবগত নয়..”। ভিডিওটিতে তৌহিদ আফ্রিদির কোনো উল্লেখ পাওয়া যায়নি। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, উল্লিখিত ভিডিও ফুটেজটি নিয়ে তাতে ভুয়া অডিও বসিয়ে আলোচিত ভিডিওটির প্রথমাংশে প্রদর্শিত ডিবিসি নিউজের সংবাদ ফুটেজটি তৈরি করা হয়েছে।

এছাড়া, ভিডিওর দ্বিতীয় অংশে সাংবাদিকদের সাথে আরেক ব্যক্তিকে কথা বলতে দেখা যায় যিনি বলেন, বিজ্ঞ আদালতে তৌহিদ আফ্রিদির রিমান্ড বাতিল ও জামিন চাওয়া হয়েছে। ভিডিওটিতে তাকে তৌহিদ আফ্রিদির শারীরিক অসুস্থতার বিষয়ে উল্লেখ করতে দেখা যায়। উক্ত ভিডিওটির ডানদিকের ওপরের অংশে ‘ডিজিটাল খবর’ নামক একটি অনলাইন সংবাদমাধ্যমের লোগো দেখতে পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে গত ২৬ আগস্টে ‘ডিজিটাল খবর’ এর ফেসবুক পেজে প্রচারিত দুইটি ভিডিও পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

ভিডিও দুইটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত ফুটেজের তুলনা করলে হুবহু মিল পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যায় যে ‘ডিজিটাল খবর’ এ প্রচারিত ভিডিও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে সংযুক্ত করা হয়েছে। কিন্তু, মূল ভিডিওতে কোথাও তৌহিদ আফ্রিদি জামিন পেয়েছেন এমনটা বলা হয়নি, বরং জামিন চাইতে দেখা যায়। 

এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত একটি দৃশ্যে পুলিশে ঘেরা অবস্থায় তৌহিদ আফ্রিদিকে দেখা যায়৷ ভিডিওটির ডানপাশে উপরের কোণায় অনলাইন সংবাদমাধ্যম ‘রাইজিংবিডি’র লোগো দেখতে পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে গত ২৫ আগস্টে ‘রাইজিংবিডি’র ফেসবুক পেজে প্রচারিত উক্ত ভিডিওটি পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

ভিডিওটি সম্পর্কে ক্যাপশনে বলা হয়, “আদালতে অসুস্থ হয়ে পড়েন তৌহিদ আফ্রিদি”। উক্ত ভিডিওটিতেও জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

Screenshot of Claimed Video

এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যেখানে তৌহিদ আফ্রিদি দুই হাত ওপরে তুলে রেখেছেন, তার গলায় ফুলের মালা, পাশে পুলিশ ও পেছনে স্লোগানরত মানুষ দেখা যায়। ছবিটি সম্পর্কে আলোচিত ভিডিওতে দাবি করা হয় যে তৌহিদ আফ্রিদিকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। কিন্তু, ছবিটির বিষয়ে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সূত্রে ছবিটির অস্তিত্ব পাওয়া যায়নি। ছবিটি পর্যবেক্ষণ করলে মানুষের অঙ্গভঙ্গিতে অস্বাভাবিকতা এবং হাতে থাকা প্ল্যাকার্ডে বিকৃত অক্ষর দেখা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

আলোচিত দাবির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও কারাগার থেকে তৌহিদ আফ্রিদির মুক্তি পাওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তৌহিদ আফ্রিদির বিষয়ে সর্বশেষ খবর অনুযায়ী, গত ২৫ আগস্ট তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

সুতরাং, জেলে নেওয়ার ২৪ ঘন্টার ভেতরে ভারত থেকে শেখ হাসিনার নির্দেশে তৌহিদ আফ্রিদি মুক্তি পেয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img