সাম্প্রদায়িক হামলায় নয়, ছবিতে থাকা শিশুদের বাবা মারা যান স্ট্রোক করে 

সম্প্রতি, ‘রংপুরে তারা সাম্প্রদায়িক হামলায় তাদের বাবাকে হারিয়েছে। এর জন্য আমরা হিন্দুরাই দায়ী। কারণ আমরা হিন্দুরা নীরবে নির্যাতন সহ্য করে যাচ্ছি, তাই তারা একের পর এক বর্বরতা চালিয়ে যাচ্ছে।’ (অনূদিত) ক্যাপশনে দুই শিশুর একটি ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে থাকা দুই শিশুর বাবা সাম্প্রদায়িক হামলায় মারা যাননি এবং তাদের বাড়িও রংপুরে নয়। প্রকৃতপক্ষে, এই দুই শিশুর বাবা বিকাশ দাস স্ট্রোক করে মারা যান। তাদের বাড়ি ভোলার বোরহান উদ্দিন উপজেলায়।

অনুসন্ধানের শুরুতে আলোচ্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ‘Bong Bonding – বং বন্ডিং’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ০৬ আগস্ট প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে যুক্ত ছবির মিল রয়েছে। 

Photo Comparison By Rumor Scanner 

উক্ত পোস্টে সহযোগিতা চেয়ে বলা হয়েছে, পোস্টে যুক্ত শিশু দুইটির বাবা বিকাশ দাসের শ্রাদ্ধের জন্য সহযোগিতা প্রয়োজন। বিকাশ দাস সেলুনের কারিগর ছিলেন, স্ত্রী গৃহিণী।

উক্ত পোস্টে বিকাশ দাসের ফুফাতো ভাই উল্লেখ করে একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। 

উক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। বিকাশ দাসের ফুফাতো ভাই অনিক সরকার জানান, ‘আমি পোস্টগুলো দেখেছি। এটি আসলে মিথ্যা। বিকাশ দাদা গত মাসের ১৮ জুলাই রাতে কাজ শেষ করে বাসায় এসে খাওয়াদাওয়া করেন। এরপর সেই রাতেই স্ট্রোক করে মারা যান। আমাদের ধর্মে শ্রাদ্ধে অনেক খরচ। বিকাশ দাদা একা পরিবারটি চালাতেন। সেই বিবেচনায় সহযোগিতা চেয়ে পোস্ট করা হয়।’

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, স্ট্রোক করে মারা যাওয়া ব্যক্তির সন্তানের ছবি ব্যবহার করে সাম্প্রতিক হামলায় মারা যাওয়ার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Bong Bonding – বং বন্ডিং- Facebook Post 
  • Bikash Das’s Cousin- Statement 

আরও পড়ুন

spot_img