তিন মাস নয়, তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন অন্তত নয় মাস আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় গত ২৪ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাকে গ্রেফতারের সময়কার একটি ভিডিওতে তৌহিদ আফ্রিদিকে বলতে দেখা যায়, “আমি শুধু ভয় পাইতেছি, আমার ওয়াইফটা ছয় মাসের প্রেগন্যান্ট”

এরই প্রেক্ষিতে, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট  ইলিয়াস হোসেন গত ২৫ আগস্ট তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন।

পোস্টে তিনি বলেন, ‘তৌহিদ আফ্রিদি বিয়ে করেছে তিন মাস আগে আর তার বউ ৬ মাসের অন্তঃসত্ত্বা! ৫ তারিখের পর দেশ থেকে পা’লিয়ে যায় আফ্রিদি এরপর এপ্রিলে সে দেশে ফিরে আসে৷ এখন আগস্ট মাস তার মানে ৪ মাস আগে আফ্রিদি দেশে এসেছিলো তাহলে ৬ মাসের বাচ্চা কিভাবে পয়দা হুয়া৷’

এছাড়াও, উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তৌহিদ আফ্রিদি তিন মাস পূর্বে বিয়ে করেননি। প্রকৃতপক্ষে, তৌহিদ আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২৪ সালের নভেম্বরে। গণমাধ্যম ও সামািজক মাধ্যমে তার বিয়ের খবর প্রকাশ হওয়ার প্রেক্ষিতে সেই সময় তৌহিদ নিজেও তার নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন। সম্প্রতি, তার গ্রেফতারের সময় বলা “আমি শুধু ভয় পাইতেছি, আমার ওয়াইফটা ছয় মাসের প্রেগন্যান্ট” কথার প্রেক্ষিতে আলোচিত ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে মাই টিভি -এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৮ নভেম্বর ‘বিয়ে নিয়ে বিস্তারিত জানালেন তৌহিদ আফ্রিদি নিজেই’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে তৌহিদ আফ্রিদিকে নিজের বিয়ে সম্পর্কে কথা বলতে দেখা যায়।

Comparison : Rumor Scanner

ভিডিওটিতে বিয়ে নিয়ে প্রশ্নের উত্তরে তৌহিদ আফ্রিদিকে বলতে শোনা যায়, ‘আসলে জন্ম, মৃত্যু, বিয়ে এটা সম্পূর্ণ মহান আল্লাহতালা লিখে রাখেন। কার কখন, কোথায় বিয়ে হবে, এটা সম্পূর্ণ আল্লাহর উপরে। আমি দেখতে গেছি আমার মাকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে আমি দেখতে গেছি। আর দেখে আসলে ওখানেই বিয়েটা মানে কাবিন যেটা বলি, কাবিন হয়ে গেছে।’

যখন আপনি দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছে গোপনে বিয়ে হয়ে গেছে, আসলে এটার সময় আপনার রিঅ্যাকশনটা কী ছিলো? এমন প্রশ্নের উত্তরে তৌহিদ আফ্রিদি বলেন, ‘আমি মনে মনে হাসি। টু বি অনেস্ট, এগুলো দেখলে আমার হাসিই লাগে। আমি আপলোডই দিতাম। এমন একটা মোমেন্টে আমি আপলোড দিতাম যে, আমি একটু বাসায় যাইতাম তারপরনা আপলোডটা দিতাম। তার আগেই আমি গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে যে ‘গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি’। তো এটা আমার কাছে অবাক লাগে কিন্তু এটা আসলে গোপনে না। এটা আসলে সবার দোয়াতে আসলে এটা হইছে, আল্লাহর ইচ্ছাতেই হয়েছে আর কী’। 

তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে সেসময় সমকাল, প্রথম আলো, যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

উল্লিখিত তথ্যপ্রমাণ থেকে এটি নিশ্চিত যে তৌহিদ আফ্রিদি অন্তত ৯ মাস আগে বিয়ে করেছেন।

সুতরাং, ‘তৌহিদ আফ্রিদি বিয়ে করেছে তিন মাস আগে’ শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img