সম্প্রতি, হোটেল রুমে এক নারীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, উপদেষ্টা আসিফ এবং রিদিতা নামের এক নারীর পৃথক দুইটি ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার কয়েকটি এআই-জনিত অসংগতি শনাক্ত করে। উদাহরণস্বরূপ, ছবির হোটেল রুমটি অস্বাভাবিকভাবে নিখুঁত দেখা যায়। মানুষের মুখে সাধারণত যে প্রাকৃতিক দাগ, ব্রণ, ছিদ্র বা সূক্ষ্ম ভাঁজ থাকে, তা ছবিতে অনুপস্থিত। এছাড়াও, মেয়েটির গালে হাত রাখার ভঙ্গিটিও অস্বাভাবিক মনে হয়, কারণ সাধারণত এ ধরনের ভঙ্গি ধরে রাখতে কোনো বস্তুতে ভর দেওয়া প্রয়োজন হয়।
পরবর্তীতে, গুগলে আসিফ মাহমুদের নাম সার্চ করেই একটি ছবি পাওয়া যায়, যেখানে তার পরা পাঞ্জাবির রং ও ডিজাইনের সঙ্গে আলোচিত ছবির পোশাকের মিল পাওয়া যায়। যাচাই করে দেখা গেছে, ছবিটি গত বছরের ১৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তোলা।
কথিত ছবিতে আসিফ মাহমুদের সঙ্গে থাকা নারীর পরিচয় রিদনির ইসলাম রিদিতা হিসেবে চিহ্নিত হয়েছে। তার ফেসবুক প্রোফাইল পিকচার হিসেবে গতকাল (২৩ আগস্ট) আপলোড করা একটি ছবির সঙ্গে আলোচিত ছবিতে মিল দেখা যায়। তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, দুই ছবিতেই তিনি একই ভঙ্গিতে রয়েছেন। এছাড়া, হাতে থাকা মেহেদি, কানের দুল, চুল বাঁধার ধরন এবং হাতে থাকা ফুলেও মিল লক্ষ্য করা যায়। তবে কিছু অসংগতি ধরা পড়েছে। যেমন, প্রোফাইল ছবিতে হাতে থাকা ফুল ও কানের দুল স্পষ্ট থাকলেও আলোচিত ছবিতে তা অসম্পূর্ণ ও বিকৃতভাবে দেখা যাচ্ছে। এ ধরনের অসঙ্গতি সাধারণত এআই-নির্মিত ছবিতে লক্ষ্য করা যায়।

অর্থাৎ, পর্যবেক্ষণে স্পষ্ট যে, আসিফ মাহমুদ এবং রিদিতা নামের নারীর পৃথক দুইটি ছবি ব্যবহার করে প্রযুক্তির সাহায্যে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
বিষয়টি আরও নিশ্চিত করতে ছবিটি এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশনে পরীক্ষা করা হয়। টুলটির পর্যবেক্ষণ অনুযায়ী, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

সুতরাং, হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Hive Moderation.
- Ridnir Islam Ridita: Facebook Post
- Dhaka Tribune: Asif Mahmud: Corruption, nepotism must end for timely project completion