সম্প্রতি “সমন্বয়ক সারজিস রোগী সেজে দেশ পালাতে গিয়ে বিমানবন্দরে বিদেশি মদ সহ আটক” দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রোগীর ছদ্মবেশ ধরে অভিযুক্ত অবৈধ পণ্য বহনকারী ব্যক্তি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং সাবেক সমন্বয়ক সারজিস আলম নন। প্রকৃতপক্ষে চলতি বছরের ১৭ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোগীর বেশধারী ভারতীয় এক নাগরিকের কাছ থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মদ ও কসমেটিকস পণ্য উদ্ধারের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেশিয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘Channel 24’ এর ইউটিউব চ্যানেলে চলতি বছরের ১৮ মার্চ তারিখে “রোগী সেজে চোরাচালান; অবশেষে ধরা” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা ব্যক্তি এবং দৃশ্যের সাথে আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তি এবং দৃশ্যের মিল রয়েছে।

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে ১৮ মার্চ ২০২৫ ইং তারিখে ‘সিসিইউ রোগীর বেশধারী ভারতীয় নাগরিকের কাছ থেকে মদ জব্দ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ফিচারে সংযুক্ত ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৭ মার্চ রাতে ভারতের কলকাতা থেকে নজরুল হক নামের এক যাত্রী বিমানের সিসিইউ ইউনিটে ঢাকায় আসেন। বিমানবন্দর ত্যাগ করার সময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা মদ ও কসমেটিকস পণ্য উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস। জব্দ করা পণ্যগুলোর মধ্যে রয়েছে– কসমেটিকস পণ্য ২০ কেজি, মদ ৪ লিটার, মোবাইল ৩ পিস ও কাপড় ৭ পিস।
অর্থাৎ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোগীর বেশধারী ব্যক্তি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং সাবেক সমন্বয়ক সারজিস আলম কিংবা কোনো বাংলাদেশী নয় বরং তিনি ভারতীয় নাগরিক এবং তার নাম নজরুল হক।
এছাড়া, বিমানবন্দরে মাদকসহ সারজিস আলম গ্রেফতার হলে কিংবা এ জাতীয় কোনো ঘটনা ঘটলে দেশিয় সংবাদমাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। কিন্তু এক্ষেত্রে দেশিয় সংবাদমাধ্যম এবং নির্ভরযোগ্য কোনো সূত্রে সারজিস আলমের আটক হওয়ার বিষয়ে কোনো সংবাদ প্রচার হতে দেখা যায়নি।
সুতরাং, এনসিপি নেতা সারজিস আলম রোগী সেজে দেশ থেকে পালাতে গিয়ে বিমানবন্দরে বিদেশি মদ সহ আটক হওয়ার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Channel 24: রোগী সেজে চোরাচালান; অবশেষে ধরা
- Dhaka Post: সিসিইউ রোগীর বেশধারী ভারতীয় নাগরিকের কাছ থেকে মদ জব্দ