গেল ১৫ই আগস্ট ঘিরে মাশরাফি বিন মোর্ত্তজার মিছিল দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

সম্প্রতি, “নড়াইলে ১৫ই আগস্ট সফল করলেন মাশরাফি বিন মর্তুজা” শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ১৫ আগস্ট উপলক্ষে সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা কোনো মিছিলে অংশ নেননি বরং, এটি ২০২৩ সালে নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোক র‌্যালির ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Mash Reporter Official’ নামক একটি টিকটক অ্যাকাউন্টে ২০২৩ সালের ০৩ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

Video Comparison by Rumor Scanner 

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৫ আগস্ট ‘নড়াইলে শোককে শক্তিতে পরিণত করলেন মাশরাফি’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০২৩ সালে নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোক র‌্যালির দৃশ্য। যেখানে মাশরাফি বিন মর্তুজাকে ঐ মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। 

এছাড়া, গেল ১৫ আগস্ট উপলক্ষে নড়াইলে মাশরাফি বিন মোর্ত্তজার মিছিলে অংশগ্রহণ করার দাবির সপক্ষে কোনো তথ্য দেশিয় গণমাধ্যম ও অন্য কোনো বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। 

সুতরাং, ২০২৩ সালের নড়াইলের লোহাগড়ায় আয়োজিত এক শোক র‍্যালির দৃশ্যকে গেল ১৫ই আগস্ট উপলক্ষে নড়াইলে মাশরাফি বিন মর্তুজা মিছিলে অংশ নিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img