গত ১৫ আগস্ট ‘আজ প্রমাণ হয়ে হয়ে গেছে বাংলার মানুষকে দাবায় রাখা সম্ভব না,, ধন্যবাদ নারীরা তোমাদের হাত ধরেই ফিরবেন।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, দাবি করা হচ্ছে, ভিডিওটি গত ১৫ আস্টের।
ভিডিওটিতে, নারীদের শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত মিছিলের ভিডিওটি গত ১৫ আগস্টের নয় বরং, ২০২৩ সালের জুন মাসে বাজেটকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলের ভিডিও।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Rukhsana Ahmed’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ২ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর প্রথম ৯ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনবান্ধব বাজেট (২০২৩-২০২৪) ঘোষণা পরবর্তী ফরিদপুর মহিলা আওয়ামী লীগ,বাংলাদেশ যুব মহিলা লীগ, ফরিদপুর জেলা শাখার আনন্দ মিছিল।’

উক্ত ফেসবুক অ্যাকউন্টটিতে ২০২৩ সালের ১ জুন একই দাবিতে একই মিছিলের কিছু ছবি প্রচার করতে দেখা যায়।
এছাড়াও, ভিডিওটি ২০২৩ সালের ২ জুন ‘Tusher Mahabi Blog’ নামের ইউটিউব চ্যানেলে ‘যুব মহিলা লীগের আনন্দ মিছিল(Jubo mohilalig er annodo missil)’ শিরোনামে প্রচার করতে দেখা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি গত ১৫ আগস্টের নয়।
সুতরাং, ২০২৩ সালের জুন মাসে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলের ভিডিওকে গত ১৫ আগস্ট শেখ হাসিনার পক্ষে নারীদের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর ।
তথ্যসূত্র
- Rukhsana Ahmed : Facebook Post
- Rukhsana Ahmed : Facebook Post
- Tusher Mahabi Blog : যুব মহিলা লীগের আনন্দ মিছিল(Jubo mohilalig er annodo missil)