অন্তত গত ১৬ আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি ফুটেজের সমন্বয়ে তৈরি একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “১৫ আগস্ট ধানমন্ডি ৩২ এ মিষ্টি বিতরণ করে ঢাকা থেকে ফেরার পথে কুষ্টিয়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রা/ণ গেল দুই জুলাই যোদ্ধার”।
উল্লেখ্য, ভিডিওটিতে প্রদর্শিত প্রথম ফুটেজে একজন ব্যক্তিকে মিষ্টি খাওয়াতে দেখা যায় এবং উপলক্ষ হিসেবে বলতে শোনা যায়, ‘বাকশাল পতন’ উপলক্ষে। এবং দ্বিতীয় ফুটেজটিতে একটি দুর্ঘটনাস্থল দেখা যায়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলো সম্মিলিতভাবে প্রায় ৩ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ এ মিষ্টি বিতরণকারী ব্যক্তি ফেরার পথে কুষ্টিয়ায় বাইক রেসে মারা যাননি। প্রকৃতপক্ষে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত ফুটেজ দুইটি ভিন্ন দুই ঘটনার। মিষ্টি বিতরণকারী ব্যক্তির নাম মো: নেয়ামত উল্ল্যাহ যিনি এখনও বেঁচে আছেন। অপরদিকে কুষ্টিয়ায় বাইকরেসে প্রাণ হারানো ব্যক্তিদের নাম মাহিন হোসেন ও সিয়াম হোসেন।
ধানমন্ডি ৩২ এ মিষ্টি বিতরণের দৃশ্যের বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা মেইল’ এর ফেসবুক পেজে গত ১৫ আগস্ট সন্ধ্যা ৭ টার কিছুক্ষণ পরে সম্প্রচারিত একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে মিষ্টি বিতরণের আলোচিত ঘটনার দৃশ্যটিও দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে মিষ্টি বিতরণের প্রচারিত দৃশ্যটি গত ১৫ আগস্ট সন্ধ্যা ৭ টার সময়ের। পরবর্তীতে মিষ্টি বিতরণকারীর বিষয়ে অনুসন্ধান করলে জানা যায়, উল্লিখিত মিষ্টি বিতরণকারীর নাম মো: নেয়ামত উল্ল্যাহ। অনুসন্ধানে নেয়ামতের ফেসবুক অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়।
নেয়ামতের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে দেখা যায়, তার নিহতের দাবি প্রচারের পরবর্তী সময়েও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক পোস্ট হয়েছে। এর মধ্যে একটি পোস্টে আলোচিত দাবি সম্বলিত পোস্ট শেয়ার করে নেয়ামতের ফেসবুক অ্যাকাউন্টের পোস্টের ক্যাপশনে লেখা হয়, “পরকাল থেকে বলছি পিয় গুজবলীগ”।
পরবর্তীতে বাইক দুর্ঘটনার দৃশ্যের বিষয়ে অনুসন্ধান করলে সংবাদমাধ্যম ‘জনকণ্ঠ’ এর ফেসবুক পেজে ‘কুষ্টিয়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রা/ণ গেল দুই বন্ধুর’ শিরোনামে গত ১৬ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ১ মিনিট পরবর্তী দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে সংযুক্ত বাইক দুর্ঘটনার দৃশ্যের মিল পাওয়া যায়।

এছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে জনকণ্ঠের লোগোর খানিকটা অংশ ও একই বিজ্ঞাপনের ব্যানার দেখা যায় যা নিশ্চিত করে প্রচারিত ভিডিওটি জনকণ্ঠের উক্ত ভিডিওটি থেকে নেওয়া হয়েছে। এছাড়াও, অনুসন্ধানে বাইক দুর্ঘটনার উক্ত দৃশ্য মূলধারার গণমাধ্যম ‘সমকাল’ এর ফেসবুক পেজেও গত ১৬ আগস্টে ‘কুষ্টিয়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রা ণ গেল দুই বন্ধুর’ শিরোনামে প্রচার হতে দেখা যায়।
উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে ‘গতির প্রতিযোগিতায় নেমে পিকআপে ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর’ শিরোনামে গত ১৬ আগস্টে এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, “কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল নিয়ে গতির প্রতিযোগিতা করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই তরুণ হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের সিয়াম হোসেন (২১)।”
এছাড়াও, এ বিষয়ে আরো একাধিক মূলধারার গণমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একইরকম তথ্য জানা যায়।
উপরোল্লিখিত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে গত ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ এ মিষ্টি বিতরণকারী ব্যক্তির নাম মোঃ নেয়ামত উল্ল্যাহ ও গত ১৫ আগস্টে কুষ্টিয়ায় বাইক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নাম মাহিন হোসেন ও সিয়াম হোসেন। অর্থাৎ, গত ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ এ মিষ্টি বিতরণকারী ও কুষ্টিয়ায় বাইক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তি আদতে ভিন্ন ব্যক্তি।
সুতরাং, গত ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ এ মিষ্টি বিতরণ করে ফেরার পথে কুষ্টিয়ায় বাইক রেসে মিষ্টি বিতরণকারীর প্রাণহানি ঘটেছে শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Dhakamail.com – Facebook Live
- Md Neamat Ullah – Facebook Post
- Jankantha – কুষ্টিয়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রা/ণ গেল দুই বন্ধুর
- Samakal – কুষ্টিয়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রা ণ গেল দুই বন্ধুর
- Prothom Alo – গতির প্রতিযোগিতায় নেমে পিকআপে ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর
- Kaler Kantho – কুষ্টিয়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
- Rumor Scanner’s analysis