ধানমন্ডি ৩২ এ বোমাবর্ষণ দাবিতে চাঁপাইনবাবগঞ্জের পুরোনো ভিডিও প্রচার

১৫ই আগস্টকে কেন্দ্র করে গত রাত থেকে ‘ব্রেকিং: এই মুহুর্তে ধানমন্ডি ৩২ এ জঙ্গি হামলা, একের পর এক বোমা বর্ষন’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ধানমন্ডি ৩২ এ বোমাবর্ষণের কোনো ঘটনার নয়, বরং গত ২৭ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় রাজনীতিতে পূর্বশত্রুতার জেরে ককটেল বিস্ফোরণের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।


এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে গত ২৮ ফেব্রুয়ারি ‘চাঁপাইনবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে ৭ টি ককটেল বিস্ফোরণ; আহত ৬’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে৷ 

প্রতিবেদন থেকে জানা যায়, গণঅধিকার পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাকিবের সাথে বারঘরিয়ার ইউপি চেয়ারম্যান হারুনর রশীদের বিরোধ চলছিলো৷ এর জের ধরে গত ২৭ ফেব্রুয়ারি রাতে হারুনর রশীদকে লক্ষ্য করে ৭টি ককটেল বিস্ফোরণ ঘটায় রাকিবের লোকেরা এবং পরে পিটিয়ে তার বাম পা ভেঙে দেয় তারা। এই ঘটনায় হারুনর রশীদসহ অন্তত ৬ জন আহত হয়েছে। 

উক্ত বিষয়ে জাতীয় দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে গত ২৮ ফেব্রুয়ারি ‘চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ইউপি চেয়ারম্যানসহ আহত ৬’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়৷ 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ধানমন্ডি ৩২ এ বোমা বর্ষণের নয়।

উল্লেখ্য, দেশ টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত রাতে ধানমন্ডি ৩২ এর সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। 

সুতরাং, চাঁপাইনবাবগঞ্জের গত ফেব্রুয়ারি মাসে ককটেল বিস্ফোরণের ভিডিওকে ধানমন্ডি ৩২ এ বোমাবর্ষণের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img