টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিতে মানুষের শ্রদ্ধা নিবেদন দাবিতে পুরোনো ছবি প্রচার

১৫ই আগস্ট উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সমাধিতে শত শত মানুষের শ্রদ্ধা নিবেদন দাবিতে দুইটি ছবি ব্যাপকভাবে প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবি দুইটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৯ ও ২০২৩ সালের পুরোনো ছবি ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে। 

প্রচারিত ছবি দু’টির বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ সংবাদ সংস্থা’র ওয়েবসাইটে ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে আলোচিত ছবি দু’টির একটির সন্ধান মেলে। সেদিন  

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও টুঙ্গিপাড়া শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে। ছবিটি সে সময়ে তোলা। 
পরবর্তী ছবিটির বিষয়ে অনুসন্ধানে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০১৯ সালের ১৫ আগস্ট প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে আলোচিত ছবি দু’টির মধ্যে থাকা দ্বিতীয় ছবিটির সন্ধান মেলে। প্রতিবেদন থেকে জানা যায়, শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সেদিন রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত তার প্রতিকৃতিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। ছবিটি সে সময়ে তোলা।

অর্থাৎ, সাম্প্রতিক দাবিতে প্রচার হওয়া ছবি দুইটির একটি ২০২৩ সালে টুঙ্গিপাড়ার হলেও অন্যটি ২০১৯ সালে রাজধানীর ধানমন্ডি থেকে তোলা।

পরবর্তী অনুসন্ধানে টুঙ্গিপাড়ায় এ বছরের ১৫ই আগস্ট উপলক্ষে শেখ মুজিবের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কোনো সংবাদ বা ছবি গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। 

সুতরাং, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিতে মানুষের শ্রদ্ধা নিবেদন দাবিতে পুরোনো ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img