পাথর লুটপাটকারীদের পুলিশের আটক করার ছবি দাবিতে এআই ছবি প্রচার

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনা নিয়ে সম্প্রতি দেশব্যাপী তুমুল আলোচনা চলছে৷ এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাথরসহ পুলিশ ও কয়েকজন ব্যক্তির একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ছবিতে পুলিশ কর্তৃক পাথরসহ আটককৃত সিলেটের সাদাপাথর এলাকায় পাথর লুটপাটকারীদের ছবি প্রদর্শিত হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ছবি।

ছবিটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে পাথরসহ এভাবে অভিযুক্তদের আটক করা হলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো। এছাড়া, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে প্রদর্শিত মানুষ, মানুষের অঙ্গভঙ্গি, শরীরের গড়ন, ত্বক ও পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

এছাড়াও, প্রচারিত ছবি পর্যবেক্ষণ করলে ডান পাশের নিচের অংশে ‘ai’ লেখা সম্বলিত একটি জলছাপ দেখতে পাওয়া যায়। অনুসন্ধানে জানা যায়, গুগলের এআই টুল ব্যবহার করে কোনো ছবি তৈরি করলে তৈরি হওয়া এআই ছবিতে এরূপ জলছাপ দেখা যায়।

Comparison : Rumor Scanner

প্রচারিত ছবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করলে দেখা যায়, ছবিটি গত (১৩ আগস্ট) দুপুরে প্রথমদিকে এআই দিয়ে তৈরি কনটেন্ট হিসেবে লেবেল করে ব্যাঙ্গাত্মক ছবি হিসেবে প্রচার করা শুরু হয় যা ক্রমেই পরবর্তীতে আসল দাবিতে ছড়িয়ে পড়ে।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, পাথর উদ্ধার ও আটকের প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হলেও মূলধারার গণমাধ্যম ‘ঢাকা পোস্ট’ এর সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে পাথর লুট ও পাচারের বিরুদ্ধে বুধবার (১৩ জুলাই) রাত থেকে শুরু করে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়। এর মধ্যে প্রায় ৭০টি ট্রাকে থাকা প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে পুনরায় ফেলার প্রক্রিয়া চলছে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। এদিকে গতকাল (১৩ জুলাই) সাদাপাথরের আশপাশের এলাকা থেকে সিলেট জেলা প্রশাসনের অভিযানে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর রাতে সাদাপাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়। এছাড়া, সাদাপাথর লুটপাটের অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করা হয়েছে। 

সুতরাং, পুলিশ কর্তৃক পাথরসহ আটককৃত পাথর লুটপাটকারীদের ছবি দাবিতে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img