আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ছাত্রলীগের ২০২২ সালের মিছিলের ভিডিও প্রচার

সম্প্রতি, শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি মিছিলের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি গত ১২ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের করা একটি মিছিলের দৃশ্যের। ভিডিওতে থাকা টেক্সেটের মাধ্যমে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের সক্রিয় হবার আহ্বানও জানানো হয়। 

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক কোনো মিছিলের দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর পৌর ছাত্রলীগের করা আনন্দ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা রিউমর স্ক্যানার। এতে ভিডিওটিতে দেখতে পাওয়া মিছিলের ব্যানারে ‘বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক হোক’ শীর্ষক লেখা দেখতে পাওয়া যায়। এছাড়াও এর নিচেরই ‘মোমেন মোর্শেদ শু, সাধারণ সম্পাদক পৌর ছাত্রলীগ, পিরোজপুর’ লেখাও দেখতে পাওয়া যায়। পাশাপাশি মিছিলের সবাইকে ‘শুভ্র ভাই’ বলে স্লোগান দিতেও শোনা যায়। যা থেকে ধারণা করা যায়, ‘মোমেন মোর্শেদ’ নামটির পর থাক আংশিক ‘শু’ শব্দটির পূর্ণরূপ ‘শুভ্র’ হতে পারে।

Screenshot: Tiktok 

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Ashik Zaman Pollob নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ২১ মে প্রচারিত একটি মিছিলের ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উভয় মিছিল-ই বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে। তবে উক্ত মিছিলের ব্যানারের সাথে আলোচিত মিছিলের ব্যানারের মিল থাকলেও দুই মিছিলের নেতৃত্বদানকারী ব্যক্তি এবং সম্মুখসারীতে থাকা ব্যক্তিদের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। এছাড়াও পোস্টটির শিরোনাম থেকে জানা যায়, এটি পিরোজপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোমেন মোর্শেদ শুভ্র-এর নেতৃত্বে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হওয়ার মিছিলের ভিডিও। তবে উক্ত ভিডিওটিতে শুভ্রের নেতৃত্বে হওয়া মিছিলটির শেষ পর্যন্ত দেখা গেলেও এই মিছিলে আলোচিত দাবিতে প্রচারিত মিছিলের ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তিদের ভিডিওটিতে লক্ষ করা যায়নি।

অনুসন্ধানে জানা যায়, ২০২২ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। তাই পরবর্তীতে Ashik Zaman Pollob নামের ওই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে গিয়ে টাইম ফিল্টারিংয়ের মাধ্যমে সেবছর ৫ ‍জানুয়ারি করা একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। 

পোস্টটিতে ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠার ৭৪ বছর উৎযাপনে পিরোজপুর পৌর ছাত্রলীগের করা মিছিলের বেশকিছু ছবি প্রচার করা হয়। যাতে মোমেন মোর্শেদ শুভ্র-এর নেতৃত্বে হওয়া মিছিলের ছবির পাশাপাশি আলোচিত দাবিতে প্রচারিত মিছিলের ছবিও দেখতে পাওয়া যায়। ছবিগুলো পর্যালোচনার মাধ্যমে ধারণা করা যাচ্ছে, আলোচিত মিছিলে মোমেন মোর্শেদ শুভ্র-এর নামের ব্যানার ব্যবহার করা হলেও সেটি ভিন্ন আরেকটি মিছিল ছিল। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে হুবহু একই ভিডিও না পাওয়া গেলেও ভিন্ন কোণ থেকে ধারণকৃত আলোচিত মিছিলটির আরেকটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। ২০২২ সালের ৭ জানুয়ারি হাসিবুল ইসলাম সৈকত নামের ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত এই ভিডিওর শিরোনাম থেকে জানা যায়, ভিডিওর মিছিলটিতে নেতৃত্বদানকারীর নাম সাইমুন ইসলাম সাকিব। তিনি পিরোজপুর পৌর ছাত্রলীগের নেতা।

Screenshot: Facebook 

সাইমুন ইসলাম সাকিব নামের ওই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনার মাধ্যমে ২০২২ সালের ৫ জানুয়ারি প্রচারিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটিতে তিনি ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার নেতৃত্বে হওয়া মিছিলের ছবিগুলো প্রচার করেছেন। যার সাথে আলোচিত ভিডিওর মিছিলের ব্যক্তিদের ও ব্যানারের মিল পাওয়া যায়। 

Screenshot: Facebook 

এছাড়াও অনুসন্ধানে পিরোজপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্রর ফেসবুক অ্যাকাউন্টে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও পৌর ছাত্রলীগের আনন্দ মিছিলের বেশকিছু ছবি সম্বলিত একটি পোস্টও পাওয়া যায়।

অর্থাৎ, আলোচিত মিছিলের ভিডিওটি গত ১২ আগস্টের নয়। 

সুতরাং, ২০২২ সালে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর পৌর ছাত্রলীগের করা আনন্দ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img