ভোলাগঞ্জের সাদা পাথর লুট প্রসঙ্গে প্রথম আলোর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটপাটের ঘটনা দেশ ও দেশের বাইরে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদও স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই প্রেক্ষাপটে, ‘চুরি নয়, সাদা পাথরগুলো ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে – উপজেলা সভাপতি’ শিরোনামে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘চুরি নয়, সাদা পাথরগুলো ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে – উপজেলা সভাপতি’ শিরোনামে প্রথম আলো কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং, প্রযুক্তির সাহায্যে প্রথম আলোর ফটোর্কার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে প্রথম আলোর লোগো এবং প্রকাশের তারিখ ১২ আগস্ট ২০২৫ উল্লেখ রয়েছে।

প্রথম আলোর লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, প্রথম আলোর ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

বরং আজ (১৩ আগস্ট) গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্টে উল্লেখ করা হয়, “প্রথম আলোর নামে ছড়ানো এই তথ্য ও কার্ডটি নকল, আমাদের তৈরি নয়। বিভ্রান্তি এড়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন।”

Screenshot: Facebook.

এছাড়া, আলোচিত দাবির পক্ষে অন্য কোনো গণমাধ্যমেও কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ‘চুরি নয়, সাদা পাথরগুলো ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে – উপজেলা সভাপতি’ শিরোনামে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img