সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্রদলের তালি মিছিলের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে মিছিলের সামনে থাকা নারীদের ‘কথায় কথায় পুটকি মার, পুটকি তোর বাপ দাদার’ শীর্ষক আপত্তিকর স্লোগান দিতে শোনা যায়।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রদলের মিছিলে আলোচিত আপত্তিকর স্লোগানটি দেওয়া হয়নি বরং, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আয়োজিত তালি মিছিলের অডিওতে আপত্তিকর স্লোগান যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের ফেসবুক অ্যাকাউন্টে গত ০৯ আগস্ট প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

সাহসের পোস্টে যুক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে এর অডিওর সাথে আলোচিত ভিডিওর অডিওর অমিল পরিলক্ষিত হয়। সাহসের পোস্টের ভিডিওটিতে মিছিলে আপত্তিকর কোনো স্লোগান নয় বরং শুধু তালি দিতে দেখা যায় নেতাকর্মীদের।
এছাড়া একই তারিখে একই ভিডিও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাছরাঙা এবং সময় টিভির ফেসবুক পেজ থেকেও প্রচার হতে দেখা যায়। উক্ত সূত্রগুলোর ভিডিওতেও ছাত্রদলের এই মিছিলে তালি ব্যতীত কোনো স্লোগান শোনা যায়নি।
অর্থাৎ, ছাত্রদলের তালি মিছিলের সাথে একটি আপত্তিকর স্লোগানের অডিওটি যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম রাইজিং বিডি এর ওয়েবসাইটে গত ০৯ আগস্ট “ঢাবিতে ছাত্রদলের মৌন মিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ০৯ আগস্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা মৌন মিছিল করে। নেতাকর্মীরা কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল নিয়ে হলপাড়া হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসিতে) পায়রা চত্বরে অবস্থান নেন তারা। এসময়, ছাত্রদলের নেতাকর্মীরা কোনো ধরনের স্লোগান না দিয়ে শুধু হাততালি দিয়ে মিছিল করছেন। এর আগে, ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার (৮ আগস্ট) মধ্য রাতে হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে রোকেয়া হল ও শামসুন্নাহার হলের একদল ছাত্রী হলের ফটকের তালা ভেঙে বেরিয়ে এসে বিক্ষোভে যোগ দেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মিছিল করেন।
সুতরাং, ছাত্রদলের মিছিলে আপত্তিকর স্লোগান দেওয়ার এই ভিডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
- G.C. Roy Shahos- Facebook Post
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল- Facebook Post
- Maasranga Tv- Facebook Post
- Somoy Tv- Facebook Post
- Rising Bd- ঢাবিতে ছাত্রদলের মৌন মিছিল