সম্প্রতি, রাজধানীর তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, অন্তত ১ বছর পুরোনো তিতুমীর কলেজের সামনে ছাত্রলীগের স্লোগান দেওয়ার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘7 College News’ নামের একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ৪ আগস্ট কলেজ গেটে তিতুমীর কলেজ ছাত্রলীগের অবস্থান ও স্লোগান শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের স্লোগান দেওয়ার আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর হুবহু মিল রয়েছে। অর্থাৎ, ছাত্রলীগের স্লোগান দেওয়ার এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে তিতুমীর কলেজে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি পালন বা স্লোগান দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে ২০২৪ সালের ৪ আগস্ট দেশব্যাপী আন্দোলন চলাকালীন দেশের বিভিন্ন ক্যাম্পাস ও এলাকায় ছাত্রলীগের অবস্থান নেওয়ার তথ্য পাওয়া যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। ধারণা করা যাচ্ছে, তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে ধারণ করা আলোচিত ভিডিওটিও গতবছরের ৪ আগস্ট কলেজটিতে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান নেওয়ার সময় ধারণ করা হয়েছে।
সুতরাং, অন্তত ১ বছর পুরোনো তিতুমীর কলেজের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের স্লোগান দেওয়ার ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- 7 College News Facebook Page Post
- Rumor Scanner’s Analysis