“আজ গাজীপুর উত্তাল মিডিয়া প্রচার করিনি ৩০/৭/২৫/ ব্রেকিং নিউজ” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১ লাখ ৮৪ হাজারেরও অধিক বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গাজীপুরে সাম্প্রতিক সময়ের আওয়ামী লীগের কোনো কর্মসূচির নয় বরং, এটি ২০২২ সালে ফেনীতে বিএনপি জামায়াত জোটের বিরুদ্ধে ফেনী জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে ‘Feni Media’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ ডিসেম্বর “ফেনী জেলা আওয়ামী লীগের মিছিল” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

পরবর্তীতে, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ফেসবুক পেজে ২০২২ সালের ১০ ডিসেম্বর প্রচারিত ভিন্ন ফ্রেমের ভিডিও সংযুক্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, এটি ২০২২ সালের ১০ ডিসেম্বর বিকেলে ফেনীতে ‘বিএনপি জামায়াত জোটের দেশ বিরোধী ষড়যন্ত্র,সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ ফেনী জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল।
এছাড়া, সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একই তথ্যসংবলিত পোস্ট (১,২,৩,৪) খুঁজে পাওয়া যায়।
সুতরাং, ২০২২ সালে ফেনীতে বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে ফেনী জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Feni Media – ফেনী জেলা আওয়ামী লীগের মিছিল
- Nizam Uddin Hazari MP – Facebook Post