চট্টগ্রামে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে এআই নির্মিত ভিডিও প্রচার 

সম্প্রতি ‘আজ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের লোকজন রাস্তায় নেমেছেন…’ শিরোনামে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। 

ভিডিওটির শিরোনামে ‘১ থেকে ৮ তারিখের প্রথম সুচনা’ উল্লেখ করা হয়, এর মাধ্যমে গত ০১ আগস্টে প্রচারিত এই ভিডিওটি ওইদিনের চট্টগ্রামের ঘটনা বলে দাবি করা হয়েছে৷ 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত ভিডিওটিতে প্রায় ১৫ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় সাড়ে তিন হাজার বার শেয়ার করা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ০১ আগস্ট চট্টগ্রামে আওয়ামী লীগের সমর্থকদের মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তার নির্মিত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণের মাধ্যমে রিউমর স্ক্যানার এতে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করে। ভিডিওতে দেখা যায়, মিছিলে কিছু ব্যক্তি চলাফেরার মধ্যে হুট করে আরেক ব্যক্তির শরীরে মিশে   যাচ্ছে, একাধিক ব্যক্তি মিলে একজনে পরিণত হচ্ছে এবং ফ্রেমের বামে থাকা একটি গাড়ির নড়াচড়ায় অসংলগ্নতা রয়েছে।   

এ বিষয়ে আরও নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Cantilux এ ভিডিওটি যাচাই করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

Screenshot: Cantilux Website 

পরবর্তীতে, আরেক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Resemble AI এ ভিডিওটির অডিও ক্লিপটি যাচাই করলে এটিকে ‘Fake’ বলে চিহ্নিত করা হয়।

Screenshot: Resemble AI Website 

সুতরাং, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি একটি ভিডিওকে চট্টগ্রামে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img